অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
Published : 11 Jun 2025, 12:13 PM
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরুর আগে দলে বেশ কিছু পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজ। লম্বা সময় পর দলে সুযোগ পেলেন শেই হোপ ও জন ক্যাম্পবেল। প্রথমবার লাল বলে ডাক পেলেন ব্র্যান্ডন কিং, কেভলন অ্যান্ডারসন, ইয়োহান লেইন।
চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাত্রা শুরু হবে দুই দলের। এই সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্যারিবিয়রা।
নতুন অধিনায়ক রস্টোন চেইসের নেতৃত্বাধীন দলে জায়গা পাননি অভিজ্ঞ পেসার কেমার রোচ। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে তুলনামূলক স্পিন সহায়ক উইকেটে তেমন ভালো করতে পারেননি তিনি।
রোচ ছাড়াও সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়াদের তালিকায় আছেন জশুয়া ডা সিলভা, আলিক আথানেজ, আমির জাঙ্গু, কাভেম হজ, গুডাকেশ মোটি, কেভিন সিনক্লেয়ার।
সাদা বলের ক্রিকেটে একশর বেশি ম্যাচ খেলে ফেলার পর টেস্ট দলে সুযোগ পেয়েছেন কিং। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৪২ ম্যাচে ৩৪.৫৩ গড়ে আড়াই হাজারের বেশি রান করেছেন ৩০ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটসম্যান।
ঘরোয়া টুর্নামেন্ট ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে আলো ছড়িয়ে জাতীয় দলের দরজা খুলেছেন কেভলন। ১১ ইনিংসে তিনটি করে ফিফটি ও সেঞ্চুরিসহ ৭১.৬২ গড়ে ৫৭৩ রান করেছেন তরুণ টপ-অর্ডার ব্যাটসম্যান।
পেস বিভাগে শক্তি বাড়াতে নেওয়া হয়েছে লেইনকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ ম্যাচে ৬৩ উইকেত নিয়েছেন ২১ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার। জেডেন সিলস, আলজারি জোসেফ ও শামার জোসেফের সঙ্গে তাকেও দেখা যেতে পারে বোলিংয়ে।
স্পিনের দায়িত্ব পালন করবেন অধিনায়ক চেইস ও সহ-অধিনায়ক জোমেল ওয়ারিক্যান।
দলে ফেরাদের মধ্যে ওপেনিংয়ের জন্য সুযোগ দেওয়া হয়েছে ক্যাম্পবেল ও হোপকে। ২০২২ সালের জুনে সবশেষ টেস্ট খেলেছেন ক্যাম্পবেল। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপে তিন সেঞ্চুরিতে ৫১৭ রান করেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ৩৮ টেস্টে ৪১.৮৫ গড়ে ১ হাজার ৭২৬ রান করা শেই হোপ ২০২১ সালের পর এই সংস্করণে খেলেননি।
বার্বাডোসে ২৫ জুন শুরু প্রথম টেস্ট। গ্রেনাডায় পরের ম্যাচ শুরু ৩ জুলাই। আর জ্যামাইকায় দিন-রাতের শেষ টেস্ট হবে ১২ জুলাই থেকে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রস্টোন চেইস (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, শেই হোপ, টেভিন ইমলাচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, ইয়োহান লেইন, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, জেডেন সিলস।