Published : 21 Jun 2025, 06:10 PM
৯৯ থেকে স্পিনার শোয়েব বাশিরকে বেরিয়ে এসে ছক্কায় উড়িয়ে সেঞ্চুরি পূর্ণ করার পর গ্লাভস ও হেলমেট খুলে মাটিতে রাখলেন রিশাভ পান্ত। একটু সামনে এগিয়ে দুই হাত মাটিতে রেখে দুই পা শূন্যে তুলে দিলেন ডিগবাজি। যেমনটা করেছিলেন গত মাসে আইপিএলে সেঞ্চুরি করার পর। সেই ম্যাচের পর প্রথমবার স্বীকৃত ক্রিকেটে খেলতে নেমে আবার শতক করলেন তিনি। এবার ভিন্ন সংস্করণে, ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে।
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে এই সেঞ্চুরিতে নতুন এক চূড়া স্পর্শ করলেন পান্ত। ভারতের উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড এতদিন মাহেন্দ্র সিং ধোনির সঙ্গে ভাগাভাগি করছিলেন তিনি। ২৭ বছর বয়সী ক্রিকেটার এবার রেকর্ডটি নিজের করে নিলেন সপ্তম সেঞ্চুরি করে।
সাবেক অধিনায়ক ধোনির ৬টি টেস্ট সেঞ্চুরি ১৪৪ ইনিংসে। পূর্বসূরিকে পান্ত ছাড়িয়ে গেলেন ৭৬ ইনিংস খেলেই। ৫৬ ইনিংসে ৩টি সেঞ্চুরি করে এই তালিকায় তিনে আছেন ঋদ্ধিমান সাহা।
উইকেটকিপার হিসেবে বিশ্ব ক্রিকেটে পান্তের চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে কেবল তিন জনের- লেস অ্যামিস (৮), অ্যান্ডি ফ্লাওয়ার (১২) ও অ্যাডাম গিলক্রিস্ট (১৭)। পান্তের সমান ৭টি করে আছে এবি ডি ভিলিয়ার্স, কুমার সাঙ্গাকারা, বিজে ওয়াটলিং ও ম্যাট প্রিয়রের।
পান্ত ৭ সেঞ্চুরির ৩টিই করলেন ইংল্যান্ডের মাটিতে, ১০ টেস্ট খেলে। দেশটিতে একটির বেশি টেস্ট সেঞ্চুরি নেই আর কোনো সফরকারী উইকেটকিপারের।
ইংল্যান্ডে পান্তের টানা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি এটি। সবশেষ ২০২২ সালে এজবাস্টনে খেলেছিলেন ১১১ বলে ১৪৬ রানের ইনিংস। এছাড়া ২০১৮ সালে দা ওভালে খেলেছিলেন ১১৪ রানের ইনিংস। ওই সফরেই টেস্ট অভিষেক হয়েছিল তার ট্রেন্ট ব্রিজে।
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের চেয়েও বেশি সেঞ্চুরি তার ইংল্যান্ডের মাটিতে, ২৬ ইনিংসে ৪টি। ভারতে ৬৩ ইনিংসে তার সেঞ্চুরি ২টি, দক্ষিণ আফ্রিকায় ৯ ইনিংসে একটি, অস্ট্রেলিয়ায় ২৫ ইনিংসে একটি।
তার একমাত্র ওয়ানডে সেঞ্চুরিটি ইংল্যান্ডে, ২০২২ সালে ম্যানচেস্টারে ১১৩ বলে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
পান্ত ৭টি টেস্ট সেঞ্চুরি করলেন ৪৪ ম্যাচে। এই সেঞ্চুরিসংখ্যা হতে পারত দ্বিগুণ, কিন্তু নব্বইয়ের ঘরে আউট হন তিনি ৭ বার! একবার অপরাজিত রয়ে যান ৮৯ রানে।
ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট সেঞ্চুরি হলো ৪টি, অন্যটি ২০২১ সালে ঘরের মাঠ আহমেদাবাদে।
হেডিংলি টেস্টে মন্থর শুরু করা পান্ত প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন ১০২ বলে ৬৫ রানে। একপর্যায়ে তার রান ছিল ৬৭ বলে ৩১।
দ্বিতীয় দিন শনিবার প্রথম সেশনে তিনি সেঞ্চুরি পূর্ণ করেন ১৪৬ বলে। ১০টি চার ও ৪টি ছক্কায় স্পর্শ করেন তিন অঙ্ক।
পেসার জশ টংয়ের বলে এলবিডব্লিউ হয়ে শেষ হয় তার ১৭৮ বলে ১৩৪ রানের চমৎকার ইনিংস। যেখানে ১২টি চারের পাশে ছক্কা ৬টি।
নিলামে ঝড় তুলে রেকর্ড ২৭ কোটি রুপি পারিশ্রমিকে লাক্ষ্নৌ সুপার জায়ান্টসে গিয়ে এবারের আইপিএলে শুরু থেকে ব্যর্থতার বৃত্তে বন্দি ছিলেন পান্ত। শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১১ চার ও ৮ ছক্কায় ৬১ বলে ১১৮ রানের ইনিংস খেলার আগে, ১২ ইনিংসে কেবল একটি ফিফটিতে তার রান ছিল ১৩.১২ গড়ে ১৫১, স্ট্রাইক রেট ১০৭.৯০।
শেষের ওই সেঞ্চুরিতে নিজেকে ফিরে পাওয়ার পর এবার ইংল্যান্ড সফরের শুরুতেও জ্বলে উঠলেন তিনি ক্রিকেটের অভিজাত সংস্করণে।
১ ইনিংসে ৩ সেঞ্চুরি ৩ শূন্যর যত নজির
পান্তের রেকর্ডের পর ভারতের নাটকীয় ব্যাটিং ধস, পোপের সেঞ্চুরি