Published : 03 Jun 2025, 10:30 AM
ক্রিকেট নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবার জায়গা করে নিয়েছেন মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, জ্যাকারি ফোকস ও মিচেল হে। চারজনের আরেকটি মিল, সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া নিউ জিল্যান্ড ‘এ’ দলে ছিলেন তারা সবাই।
সবশেষ চুক্তি থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার ইশ সোধি, বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল এবং ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করে যাওয়া অলরাউন্ডার জশ ক্লার্কসন। অবসর নিয়েছেন পেস বোলিং গ্রেট টিম সাউদি।
বাদ পড়াদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম এজাজ। সবশেষ টেস্ট ম্যাচেই ভারতের বিপক্ষে ১১ উইকেট নিয়েছেন তিনি। মুম্বাইয়ে ওই ম্যাচ জিতে ভারতকে হোয়াইট ওয়াশ করার ঐতিহাসিক সাফল্য পায় নিউ জিল্যান্ড।
সামনের মৌসুমে টেস্ট ম্যাচ খুব বেশি নেই নিউ জিল্যান্ডের। উপমহাদেশে তো একদমই নেই। এজন্যই চুক্তিতে রাখা হয়নি এজাজ ও সোধিকে। এমন অভিজ্ঞ আগেও হয়েছিল এজাজের। ২০২১ সালে ভারতের বিপক্ষে মুম্বাইয়ের এক ইনিংসে ১০টিসহ ম্যাচে ১৪ উইকেট নেওয়ার পরও চুক্তি থেকে বাদ পড়েছিলেন তিনি। কারণ ওই একই, সূচিতে টেস্ট ম্যাচ ছিল না উপমহাদেশে।
জুলাইয়ের শেষ দিকে জিম্বাবুয়েতে দুটি টেস্ট ম্যাচ আছে নিউ জিল্যান্ডের, যেটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। ডিসেম্বরে দেশের মাঠে তিনটি টেস্ট আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ বছর তাদের আর কোনো টেস্ট ম্যাচ নেই।
আগেরবারের মতো এবারও নিজে থেকেই চুক্তিতে থাকেননি কেন উইলিয়ামসন, লকি ফার্গুসন, ফিন অ্যালেন, ডেভন কনওয় ও টিম সাইফার্ট। তবে সুবিধামতো সময়ে জাতীয় দলে খেলতে তাদের সঙ্গে আলোচনা চলছে বোর্ডের।
প্রথমবার চুক্তিতে জায়গা পাওয়া চার ক্রিকেটারই এর মধ্যে কিছু ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। পাকিস্তানি বংশোদ্ভুত অলরাউন্ডার আব্বাস ওয়ানডে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন গত মার্চে। ২১ বছর বয়সী অলরাউন্ডার খেলেছেন তিনটি ওয়ানডেতে।
পাকিস্তানের বিপক্ষে ওই সিরিজেই এক ম্যাচে ৭ ছক্কায় ৭৮ বলে ৯৯ রানের ইনিংস খেলেছিলেন মিচেল হে। ২৪ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান খেলেছেন ৭ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি। ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফরে সিলেটে আনঅফিসিয়াল টেস্টে ৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
সিলেটে ওই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে দলকে নাটকীয় জয় এনে দিয়েছিলেন আদিত্য আশোক। ২২ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভুত লেগ স্পিনার জাতীয় দলে খেলেছেন দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি।
প্রথমবার চুক্তিতে আসা আরেকজন ২২ বছর বয়সী অলরাউন্ডার জ্যাকারি ফোকস জাতীয় দলে খেলেছেন ১ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি। ‘এ’দলের বাংলাদেশ সফরে তিনি খেলে গেছেন দুটি একদিনের ম্যাচ ও একটি আনঅফিসিয়াল টেস্টে।
নিউ জিল্যান্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার: মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, মিচেল হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রোক, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, ন্যাখান স্মিথ, উইল ইয়াং।