Published : 09 May 2025, 09:09 PM
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হওয়ার পর এবার ভারতের বাংলাদেশ সফর নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। একই সঙ্গে বাতিল হতে পারে এই বছরের এশিয়া কাপও, খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের সংঘাতের আঁচ ভালোভাবেই টের পাচ্ছে ক্রিকেট। এরই মধ্যে স্থগিত হয়ে গেছে আইপিএল ও পিএসএলের খেলা। পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে পিএসএল এবং আপাতত এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল।
উদ্ভূত এই পরিস্থিতিতে আগামী অগাস্টে বাংলাদেশ সফর ও সেপ্টেম্বরে নিজেদের মাঠে এশিয়া কাপ আয়োজন করবে না ভারত, জানাচ্ছে টাইমস অব ইন্ডিয়া। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে তারা লিখেছে, আন্তর্জাতিক সূচি বাতিল করে প্রয়োজন পড়লে ওই সময়ে আইপিএলের বাকি অংশ আয়োজন করতে পারে বিসিসিআই।
জুনের প্রথম সপ্তাহে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড যাওয়ার কথা ভারতের। এক সপ্তাহ পর ফের শুরু হলে ইংল্যান্ড সফরের আগেই অবশ্য শেষ হয়ে যাবে আইপিএল। কিন্তু সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে কোনো কিছুরই আপাতত নিশ্চয়তা নেই।
অগাস্ট-সেপ্টেম্বরের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ বাতিল করে, ওই সময়ে আইপিএলে বাকি থাকা ম্যাচগুলো নাকি আয়োজন করার কথা ভাবছেন বিসিসিআই কর্তারা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে, অগাস্টের আগে আইপিএল শেষ হলেও বাংলাদেশ সফর ও এশিয়া কাপ খেলতে চায় না বিসিসিআই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এখনও কেউ ভারত সিরিজ নিয়ে মন্তব্য করতে রাজি নন। বোর্ডের সূত্রে জানা গেছে, শনিবার পরিচালকদের অনানুষ্ঠানিক বৈঠকে সাম্প্রতিক সব বিষয় নিয়ে আলোচনা হবে।
ভারতের অগাস্টের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি গত মাসে ঘোষণা করেছিল বিসিবি। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলতে আগামী ১৩ অগাস্ট ঢাকায় আসার কথা ভারতীয় দলের।
সফরে কোনো প্রস্তুতি ম্যাচ রাখা হয়নি। সূচি অনুযায়ী প্রথম ওয়ানডে ১৭ অগাস্ট মিরপুরে, পরেরটি একই ভেন্যুতে ২০ অগাস্ট। দুই দল এরপর চলে যাবে চট্টগ্রামে।
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ২৩ অগাস্ট। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচও চট্টগ্রামে, ২৬ অগাস্ট। পরের দুই ম্যাচ আবার মিরপুরে ২৯ ও ৩১ অগাস্ট।