চ্যাম্পিয়ন্স ট্রফি
Published : 23 Feb 2025, 06:09 PM
দ্বিতীয় ডেলিভারি লেগ স্টাম্পের বাইরে দিয়ে ওয়াইড। এক বল পরের ডেলিভারিরও একই পরিণতি। পরে মোহাম্মদ শামি ওয়াইড দিলেন আরও তিনটি। ওভার শেষ করতে তার লাগল ১১ বল। এতে ভারতীয় পেসারের নাম উঠে গেল রেকর্ড বইয়ে। তার আগে রেকর্ড গড়ল ভারতও। দুটি রেকর্ডটিই অনাকাঙ্ক্ষিত!
চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোববার দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে শামির ও ম্যাচের প্রথম ওভার ছিল সেটি। ৫টি ওয়াইডসহ ১১ বলের ওভারে ব্যাট থেকে অবশ্য ১ রানের বেশি নিতে পারেনি পাকিস্তান।
ওয়ানডেতে ভারতের হয়ে যৌথভাবে সবচেয়ে দীর্ঘতম ওভার এটি। জাহির খান ও ইরফান পাঠানের পাশে বসলেন শামি। ২০০৬ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইরফান ও ২০০৩ সালে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ বলের ওভার করেছিলেন জাহির।
এই তিনটির সবগুলোই ইনিংসের প্রথম ওভারে।
এ ছাড়া জাহির ১০ বলের ওভার করেছেন ভিন্ন ছয়বার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে দীর্ঘতম ওভারের তালিকায় শামি আছেন দুই নম্বরে। যৌথভাবে শীর্ষে বাংলাদেশের হাসিবুল হোসেন ও জিম্বাবুয়ের টিনাশে পানিয়াঙ্গারা, দুজনেরই লেগেছিল ১৩ বল। ২০০০ সালে ইংল্যান্ডের বিপক্ষে হাসিবুল, ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষেই পানিয়াঙ্গারার এই তেতো অভিজ্ঞতা হয়েছিল।
ওয়ানডেতে সবচেয়ে দীর্ঘতম ওভারের রেকর্ড পাকিস্তানের মোহাম্মদ সামির। ২০০৪ এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ওভার শেষ করতে সামির লেগেছিল ১৭ বল, যেখানে ওয়াইড ছিল ৭টি, ‘নো’ বল ৪টি।
ভারত এ দিন রেকর্ড গড়ে টসের সময়ে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল থেকে শুরু করে এই সংস্করণে টানা ১২ ম্যাচে টস হারল তারা, টানা এত টস হারের নজির নেই ওয়ানডে ইতিহাসে আর কারও।
এই ম্যাচের আগে নেদারল্যান্ডসের সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি করছিল ভারত। ২০১১ সালের মার্চ থেকে ২০১৩ সালের অগাস্ট পর্যন্ত টানা ১১ ওয়ানডেতে টস হেরেছিল নেদারল্যান্ডস। টানা ৯ ম্যাচে টস হারের নজির আছে ইংল্যান্ড (দুবার), অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের।
ভারতের এই ১২ ম্যাচের সবগুলোতে অবশ্য রোহিত শার্মা অধিনায়ক ছিলেন না। তিনি টস হারলেন টানা ৯ ম্যাচে। অধিনায়ক হিসেবে টানা সবচেয়ে বেশি ১২ ম্যাচে টস হারের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার। নেদারল্যান্ডসের পিটার বোরেনের আছে টানা ১১ ম্যাচ। এরপরই আছেন রোহিত।