Published : 06 Jun 2025, 04:03 PM
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়োৎসবে প্রাণহানির ঘটনায় ফ্র্যাঞ্চাইজিটির বিপনন ও রাজস্ব প্রধান নিখিল সোসালেকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। একই ঘটনায় ডিএনএ এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াহর আদেশক্রমে বেঙ্গালুরু ও ডিএনএ-র কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পুলিশের আরও কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তাকেও বহিষ্কার করা হয়েছে।
দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর মঙ্গলবার আইপিএল শিরোপা জেতে বেঙ্গালুরু। তাদের ট্রফি জয়ের পরদিন কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এম চিন্নাসোয়ামি স্টেডিয়ামে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এতে অংশ নিতে লাখো মানুষ উপস্থিত হলে বিশৃঙ্খলা তৈরি হয়। স্টেডিয়ামের ভেতরে যখন জয়োৎসবে ব্যস্ত চ্যাম্পিয়নরা, তখন বাইরে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন এবং আহত হন অন্তত ৪৭ জন।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বৃহস্পতিবার জানান, এই ঘটনার তদন্তে হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মাইকেল ডি'কুনহার তত্ত্বাবধানে এক সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে কমিশনকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশেই বেঙ্গালুরুর কেম্পেগোডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় আরসিবি কর্মকর্তা সোসালেকে৷ ডিএনএ-র সিনিয়র ইভেন্ট ম্যানেজার কিরান কুরাম ও বিজনেস অ্যাফেয়ার্স সহ-সভাপতি সুনিল ম্যাথিউকেও গ্রেপ্তার করা হয়।
এছাড়া বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দায়ানান্দা, অতিরিক্ত কমিশনার (পশ্চিম) ভিকাশ কুমার, ডিসিপি শেখার এইচ টেক্কানাভারসহ কাবন পার্ক পুলিশ স্টেশনের আরও কিছু কর্মীকে বরখাস্ত করা হয়েছে।