Published : 01 Jun 2025, 06:08 PM
মাহমুদউল্লাহর পরিচয় এখন জাতীয় দলের সাবেক ক্রিকেটার। মুশফিকুর রহিমও সেই অধ্যায়ের কাছাকাছি। আন্তর্জাতিক ক্রিকেটে তার খেলোয়াড়ি সত্তা টিকে আছে কেবল একটি সংস্করণে। দীর্ঘদিন দেশকে প্রতিনিধিত্ব করা এই দুই ক্রিকেটারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কৌতূহল আছে অনেকেরই। তারা নিজেরা এখনও সুনির্দিষ্ট করে কিছু বলেননি। তবে কিছুটা ধারণা পাওয়া গেল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকে। তিনি জানালেন, আন্তর্জাতিক কোচ হতে চান এই দুজনই।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ে রোববার বিকেলে সৌজন্য সাক্ষাতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান নবনির্বাচিত সভাপতি।
গত মার্চে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান মাহমুদউল্লাহ। টেস্ট ও টি-টোয়েন্টিতে তার পথচলা থেমে গিয়েছিল আগেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর মার্চের শুরুতে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের কথা জানান মুশফিকুর রহিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন না তিনি আরও আগে থেকেই। ৩৮ বছর বয়সী ব্যাটসম্যান এখন খেলছেন কেবল টেস্টে। সেখানেও তার ব্যাট চেনা চেহারায় নেই অনেক দিন ধরে।
এই দুজনকে নিয়ে কোনো প্রশ্ন করা হয়নি নতুন বিসিবি সভাপতিকে। তার কাছে প্রশ্ন ছিল বিসিবিতে কাজ করা সাবেক ক্রিকেটারদের নিয়ে। আকরাম খান, মিনহাজুল আবেদীন, হাবিবুল বাশারের মতো সাবেক অধিনায়কেরা অনেক বছর ধরেই নানা ভূমিকায় কাজ করছেন ক্রিকেট বোর্ডে। তাদের কাছ থেকে আদৌ সেরাটা পেয়েছে কি না দেশের ক্রিকেট।
নাটকীয় পটপরিবর্তনের পথ ধরে গত শুক্রবার সভাপতির দায়িত্ব নেওয়া বুলবুল বললেন, অতীতের গভীরে না গিয়ে তিনি ব্যবস্থা করে যেতে চান, যাতে ভবিষ্যতে ক্রিকেটাররা সফল হতে পারেন সংগঠক হিসেবেও।
“নান্নু ভাই, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। আকরাম ভাই, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। লিপু ভাই, হাবিবুল বাশার... তারা তো একেকজন কিংবদন্তি। তারা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। তারা মাঠের চরিত্র, উইকেটের চরিত্র, ড্রেসিং রুমের চরিত্র- সব জানেন। এই ধরনের সাব্জেক্ট ম্যাটার এক্সপার্টদের আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে।”
“তবে এটা ঠিক যে, একজন খেলোয়াড় সরাসরি ভালো অ্যাডমিনিস্ট্রেটর হয় না বা ভালো কোচ হয় না। সেই ব্যবস্থাগুলো করব।”
কথা প্রসঙ্গেই বিসিবি সভাপতি জানালেন মুশফিক-মাহমুদউল্লাহর সঙ্গে তার কথোপকথনের বিষয়টি।
“সেই লক্ষ্যে আমি বলতে চাই, এখানে বলা উচিত কিনা জানি না… আমি বিসিবিতে জয়েন করার আগেই আমার সঙ্গে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ যোগাযোগ করেছে। তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। এই ট্রেনিং এডুকেশন প্রোগ্রামগুলো আমরা ক্রিকেট বোর্ডের মাধ্যমে পরিচালিত করব।”