নিউ জিল্যান্ড-পাকিস্তান সিরিজ
Published : 05 Apr 2025, 09:10 PM
পাকিস্তান বিরোধী স্লোগান ও সতীর্থদের নিয়ে বাজে মন্তব্য শুনে মেজাজ ধরে রাখতে পারলেন না খুশদিল শাহ। দর্শকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন তিনি। এক পর্যায়ে তাদের দিকে তেড়ে যান পাকিস্তানের এই ক্রিকেটার।
মাউন্ট মঙ্গানুইয়ে শনিবার পাকিস্তান-নিউ জিল্যান্ডের তৃতীয় ওয়ানডের সময় ঘটনাটি ঘটে। যার জেরে দুই দর্শককে মাঠ থেকে বের করে দেওয়া হয়।
ওই ম্যাচের একাদশে না থাকা খুশদিলের কাণ্ড নিয়ে একটি বিবৃতি দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানে বলা হয়, পাকিস্তান বিরোধী স্লোগান দেওয়া দর্শকরা ছিলেন আফগানিস্তানের নাগরিক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মাঠের সীমানা পেরিয়ে গ্যালারির কাছাকাছি পৌঁছে গেছেন খুশদিল। আরও অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তেজিত ক্রিকেটারকে ধরে রেখেছেন নিরাপত্তাকর্মী। যাদের দিকে তেড়ে যাচ্ছিলেন খুশদিল, ছবিতে অবশ্য তাদের দেখা যাচ্ছে না।
পিসিবি ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, দুইজন আফগান দর্শক আফগানিস্তান ও পাকিস্তানের পাখতুন অঞ্চলের পশতু ভাষায় বাজে কথা বলছিলেন। পিসিবি অভিযোগ জানানোর পর তাদের বের করে দেওয়া হয়। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ঘটল এই ঘটনা।
দর্শকদের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের ঝামেলায় জড়ানোর ঘটনা এটাই প্রথম নয়। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ও দেশটির গতিময় পেসার হারিস রউফ দর্শকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন।
মাঠের পারফরম্যান্সে সময়টা একদমই ভালো কাটছে না পাকিস্তানের। তৃতীয় ওয়ানডেতে ৪৩ রানে হেরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হয়েছে তারা। নিউ জিল্যান্ডে এবারের সফরেই টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে তারা।