Published : 24 May 2025, 10:36 AM
ভক্ত-সমর্থকেরা গর্ব নিয়ে বলে থাকেন ‘রেকর্ড আল হাসান।’ নামটি তার সঙ্গে দারুণভাবে মানিয়েও যায়। বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বেশি রেকর্ড তো সাকিব আল হাসানেরই। তবে এবার এমন এক রেকর্ডে তার নাম উঠে গেল, যা কাঙ্ক্ষিত নয় তার কিংবা কোনো ক্রিকেটারের। শূন্যের রেকর্ড গড়তে কারই বা ভালো লাগে!
হ্যাঁ, টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দুই ম্যাচেই শূন্যতে ফিরে অনাকাঙ্ক্ষিত এই রেকর্ডের ‘চূড়ায়’ উঠে যান সাকিব। দুটি ম্যাচেই যদিও শেষ দিকে নেমেছিলেন তিনি এবং আউট হয়েছেন দ্রুত রানের চেষ্টায়। তবে রেকর্ড বইয়ে তো শুধু লেখা থাকবে ‘শূন্য।’
প্রায় ছয় মাস পর ক্রিকেটে ফেরার ম্যাচে গত রোববার তিনি আউট হয়েছিলেন প্রথম বলেই। তাতে রেকর্ড স্পর্শ করেন তিনি। শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে দুই বলে শূন্য রানে আউট হয়ে রেকর্ডটি শুধুই নিজের করে নিয়েছেন।
এই নিয়ে ৩২ বার শূন্যতে কাটা পড়লেন সাকিব। ৩১ বার শূন্যতে আউট হয়ে আগের রেকর্ডটি ছিল সৌম্য সরকারের।
সাকিব অবশ্য ইনিংস খেলেছেন অনেক বেশি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি, ৪১০ ইনিংস। সৌম্য খেলেছেন ২৩২ ইনিংস।
৩৮ বছর বয়সী সাকিবের চেয়ে ৩২ বছর বয়সী সৌম্যর ক্যারিয়ার দীর্ঘ হওয়ারই কথা। কে জানে, এই রেকর্ড থেকে হয়তো সাকিবকে কোনো এক সময় মুক্তি দিতে পারেন সৌম্য!
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ২২ বার শূন্যতে ফিরেছেন ইমরুল কায়েস, ২০ বার তামিম ইকবাল ও ১৯ বার মুশফিকুর রহিম।
বিশ ওভারের স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্যের বিশ্ব রেকর্ড সুনিল নারাইনের। ৪৮ বার কোনো রান না করেই আউট হয়েছেন ক্যারিবিয়ান এই ক্রিকেটার। ৪৫ বার শূন্যতে ফিরেছেন সেরা স্পিনারদের আরেকজন, রাশিদ খান।
৪৪ বার শূন্যতে বিদায় নিয়ে ঠিক পরেই আছেন অ্যালেক্স হেলস। এছাড়া ৩৫ বার এই তেতো স্বাদ পেয়েছেন রাইলি রুশো, ৩৩ বার করে গ্লেন ম্যাক্সওয়েল, জেসন রয় ও পল স্টার্লিং।