বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সিরিজ
Published : 15 May 2025, 07:03 PM
একগাদা পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল সাজিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আসছে লড়াইয়ের জন্য অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচজনকে স্কোয়াডে রেখেছে তারা।
মোহাম্মদ ওয়াসিমের নেতৃত্বে দুই ম্যাচের সিরিজটি জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আমিরাত।
আসছে সিরিজটি দিয়ে গত ডিসেম্বরের পর টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে আমিরাত। পাঁচ মাস আগে তারা খেলেছিল গাল্ফ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে, যেখানে কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল দলটি।
গাল্ফ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের দলে ২২ জন ক্রিকেটার রেখেছিল আমিরাত। সেখান থেকে এবার বাদ পড়েছেন ১২ জন।
বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য নাম ভ্রাতিয়া আরভিন্দ, বাসিল হামিদ ও জুনাইদ সিদ্দিকি। ২২ বছর বয়সী আরভিন্দ টি-টোয়েন্টিতে আমিরাতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, ১ হাজার ৫২ রান। লেগ স্পিনার জুনাইদের ৯৬ উইকেট এই সংস্করণে দেশটির সর্বোচ্চ। সবচেয়ে বেশি ৭১ ম্যাচ খেলার রেকর্ডও তার। ৬১ ম্যাচ খেলে তালিকায় তৃতীয় স্থানে বাসিল।
আরভিন্দ ও বাসিল গাল্ফ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে খেলেননি। ওই টুর্নামেন্টে সর্বোচ্চ ১২ উইকেট নিয়েছিলেন জুনাইদ।
বাংলাদেশ সিরিজে দলে জায়গা পাওয়া নতুন মুখ বাঁহাতি স্পিনার হায়দার আলি, দুই ডানহাতি পেসার সাঘির খান ও মোহাম্মদ জোহাইদ। এই তিনজনের কেউ এখনও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকা ইথান ডি’সুজা ও মাতিউল্লাহ খানকেও দলে রেখেছে আমিরাত। তিনটি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে ১৯ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ইথানের। আর ৩২ বছর বয়সী ডানহাতি পেসার মাতিউল্লাহ একমাত্র ওয়ানডে খেলেছেন দুই বছর আগে, ২০২৩ সালের মার্চে।
অভিজ্ঞদের মধ্যে আছেন অধিনায়ক ওয়াসিম, যিনি টি-টোয়েন্টিতে আমিরাতের সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০২১ সালে তার অভিষেকের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার দুই হাজার ৫১৫ রানের চেয়ে বেশি করতে পারেননি কেউ।
জাতীয় দলের জার্সিতে ৪০ টি-টোয়েন্টি খেলা ব্যাটসম্যান আসিফ খান, ৩১ টি-টোয়েন্টি খেলা বাঁহাতি পেসার মোহাম্মদ জাওয়াদউল্লাহ আছেন দলে। ওয়ানডে অধিনায়ক রাহুল চোপড়াকেও রাখা হয়েছে।
শারজাহতে আগামী ১৭ ও ১৯ মে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।
সংযুক্ত আরব আমিরাত টি-টোয়েন্টি স্কোয়াড: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শার্মা, আসিফ খান, ধ্রুভ পারাশার, ইথান ডি’সুজা, হায়দার আলি, মাতিউল্লাহ খান, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ জুহাইব, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), সাঘির খান, সানচিত শার্মা, সিমরানজিত সিং।