Published : 16 May 2025, 09:18 PM
সাচিন টেন্ডুলকার, সুনিল গাভাস্কার, দিলিপ ভেংসারকার, ভিজায় মার্চেন্ট- কিংবদন্তি সব ভারতীয় ক্রিকেটারের নামে স্ট্যান্ড আছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেখানে এবার রোহিত শার্মার নাম উঠে গেল তার খেলোয়াড়ি জীবনেই। আইকনিক এই স্টেডিয়ামে গ্রেটদের কাতারে নিজের নাম দেখে যেন ভাষা হারিয়ে ফেলেছেন রোহিত।
ভারতের গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক রোহিতের নামে ওয়াংখেড়েতে একটি স্ট্যান্ডের নামকরণ করার সিদ্ধান্তের কথা গত মাসে জানিয়েছিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। ৩৮ বছর বয়সী রোহিত শুক্রবার নিজেই উদ্বোধন করেন সেটি। এই মাঠের দিভেচা প্যাভিলিয়নের লেভেল ৩ এখন থেকে ‘রোহিত শার্মা স্ট্যান্ড’ নামে পরিচিত হবে।
এ দিন অনুষ্ঠানে অন্যদের সঙ্গে হাজির ছিলেন রোহিতের পরিবারের সদস্যরাও। স্ট্যান্ড উদ্বোধনের সময় রোহিত নিজেই হাত ধরে মঞ্চে তুলে নেন তার বাবা-মাকে।
তার আগে আবেগঘন বক্তৃতায় রোহিত বলেন, এই সম্মান পাওয়াটা তার কাছে বিশেষ কিছু। এমন কিছু কখনও কল্পনাও করেননি তিনি।
“প্রথমত, আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই, যারা এই অনুষ্ঠানটিকে এত স্পেশাল করে তুলতে এখানে এসেছেন। আজ যা হতে চলেছে, আমি কখনও স্বপ্নেও ভাবিনি। ছোটবেলায় যখন কেউ মুম্বাইয়ের হয়ে, ভারতের হয়ে খেলতে চায়, তখন এই ধরনের বিষয় নিয়ে ভাবে না। আমার কাছে এটা অন্য যে কোনো ক্রীড়াবিদের মতো, যারা তাদের সেরাটা দিতে চায়। যতটা সম্ভব দেশের সেবা করা। এই সময়ে অনেক কিছু অর্জন করার চেষ্টা করা হয়, অনেক মাইলফলক তৈরি হয়, কিন্তু এমন কিছু সত্যিই স্পেশাল। ওয়াংখেড়ে এমন একটি আইকনিক স্টেডিয়াম, এখানে অনেক স্মৃতি রয়েছে।”
“এই খেলার সেরা খেলোয়াড় ও বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতাদের মাঝে আমার নাম স্থান পেয়েছে, এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এর জন্য আমি সত্যিই কৃতজ্ঞ, সম্মানিত। এমসিএর সকল সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ। খেলোয়াড়ি জীবনে সম্মানিত হওয়াটা আমার জন্য বিশেষ কিছু।”
রোহিতের নেতৃত্বে গত তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলেছে ভারত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারলেও, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয় করে তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতের হয়ে এই সংস্করণকে বিদায় বলে দেন রোহিত। গত ৭ মে টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দেন তিনি। ভারতের হয়ে এখন কেবল ওয়ানডেতে খেলে যাবেন বিধ্বংসী এই ব্যাটসম্যান।
নিজের নামে স্ট্যান্ডের নামকরণের পর ওয়াংখেড়েতে তিনি প্রথম খেলতে নামবেন আগামী বুধবার, তার আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে।
Ladies and gentlemen, presenting to you the iconic ‘Rohit Sharma Stand’ 🏟️ #RohitSharma #MCA #BCCI #Wankhede #Cricket pic.twitter.com/Ht5cKv5qTn
— Mumbai Cricket Association (MCA) (@MumbaiCricAssoc) May 16, 2025
“আমি দুটি সংস্করণ থেকে অবসর নিয়েছি, তবে এখনও একটি সংস্করণে খেলব। এখানে এসে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে যখন খেলব, তখন পরাবাস্তব অনুভূতি হবে। খুবই স্পেশাল অনুভূতি হবে।”
“এটা আরও স্পেশাল হবে, যখন ভারত এখানে এসে খেলবে, সেটা যে দলের বিপক্ষেই হোক। আমার মা, বাবা, ভাই, তার স্ত্রী ও আমার স্ত্রীর সামনে এই সম্মান পাওয়া… আমার জীবনের সকল মানুষ, যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”
রোহিতের অধিনায়কত্বে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স, দলটির ঘরের মাঠ ওয়াংখেড়ে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রিয় দলটির প্রতিও।
“অবশ্যই আমার দল মুম্বাই ইন্ডিয়ান্স এখানে আছে, যারা আমার বক্তৃতা শেষ হওয়ার অপেক্ষায় আছে যেন তারা অনুশীলন শুরু করতে পারে। খুব, খুব স্পেশাল দল মুম্বাই ইন্ডিয়ান্সও এই উপলক্ষে এখানে আছে। এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। এটা আমার জন্য খুব স্পেশাল একটি দল।”
ভারতের সাবেক অধিনায়ক আজিত ওয়াদেকার ও এমসিএর সাবেক সভাপতি শারাদ পাওয়ারের নামেও ওয়াংখেড়েতে স্ট্যান্ড উদ্বোধন করা হয় এদিন। গ্র্যান্ড স্ট্যান্ড লেভেল ৩ ‘শারাদ পাওয়ার স্ট্যান্ড’ ও লেভেল ৪ এর নাম পরিবর্তন করে ‘আজিত ওয়াদেকার স্ট্যান্ড’ রাখা হয়েছে।