Published : 14 May 2025, 10:30 PM
স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাঠে গড়াচ্ছে আবার। আসরটির মাঝেই একমাত্র টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা টেস্ট ম্যাচে নাকি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন, তা নিয়ে উঠছিল নানা প্রশ্ন। জিম্বাবুয়ের অলরাউন্ডার বললেন, তার কাছে সবকিছুর আগে জাতীয় দল।
এবারের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলছিলেন রাজা। ভারত ও পাকিস্তানের সংঘাতের জেরে আসরটি স্থগিত হওয়ার আগে ৯ ম্যাচে ব্যাট হাতে ২২৮ রানের পাশাপাশি হাত ঘুরিয়ে ৮ উইকেট নেন ৩৯ বছর বয়সী এই স্পিনিং অলরাউন্ডার।
পিএসএল স্থগিত হওয়ার পর দেশে ফিরে যান বিদেশি ক্রিকেটাররা। আসরটি পুনরায় শুরু হবে আগামী শনিবার। প্রথম পর্বে লাহোরের ম্যাচ বাকি আছে একটি, আগামী রোববার পেশাওয়ার জালমির বিপক্ষে। প্লেঅফে যাওয়ার লড়াইয়ে আছে দুই দলই। প্লেঅফের ম্যাচগুলো হবে ২১, ২২, ২৩ ও ২৫ মে। লাহোর ফাইনালে উঠলে ২৫ মে পর্যন্ত পাকিস্তানে থাকতে হবে রাজাকে।
ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের চার দিনের টেস্ট শুরু হবে ২২ মে। ২০০৩ সালের পর এই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে তারা।
সামাজিক মাধ্যমে বুধবার রাজা নিশ্চিত করে দিলেন, টেস্ট দলে যোগ দেবেন তিনি।
“পিএসএল ও ইংল্যান্ডে ঐতিহাসিক টেস্ট ম্যাচে আমার খেলা নিয়ে কথা হচ্ছে। জাতীয় দায়িত্ব আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। আর আমাকে দলে নেওয়া হলে আমি সেই সিদ্ধান্তকে সম্মান করব ও খেলব। টেস্ট ম্যাচে আমার না থাকার সকল খবর মোটেও সত্য নয়। পিএসএল নিয়ে, আমার পাকিস্তানে না ফেরার সব খবরও সত্য নয়।”
শেষের ওই কথায় হয়তো রাজা এটাই বোঝাতে চেয়েছেন যে, ভবিষ্যতে পিএসএলে বা তার জন্মভূমিতে ফিরবেন তিনি।
রাজা সবশেষ টেস্ট খেলেছেন এই বছরের শুরুতে বুলাওয়ায়োতে আফগানিস্তানের বিপক্ষে। জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত ১৮ টেস্টে ৩৬.৭৪ গড়ে তার রান এক হাজার ২৮৬, উইকেট ৩৮টি।