পিএসএল
Published : 24 Apr 2025, 11:43 PM
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডের ওপেনার কলিন মানরো ও মুলতান সুলতান্সের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দুজনকেই ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।
মুলতান ক্রিকেট গ্রাউন্ডে ওই দুই দলের বুধবারের ম্যাচে একটি ঘটনাকে কেন্দ্র করে তর্কে জড়িয়ে পড়েন মানরো ও রিজওয়ান। আচরণবিধি লেভেল ২ লঙ্ঘনের জন্য শাস্তি পেয়েছেন তারা।
ইসলামাবাদের রান তাড়ায় দশম ওভারে বোলিং করছিলেন পাকিস্তানের স্পিনিং অলরাউন্ডার ইফতিখার আহমেদ। ইয়র্কার লেংথে করা তার তৃতীয় বল ঠেকিয়ে দেওয়ার পর হাতের ইশারায় কয়েকবার চাকিংয়ের ইঙ্গিত করেন মানরো, অর্থাৎ ইফতিখারের বোলিং অ্যাকশন অবৈধ।
অমন অভিযোগের পর ক্ষুব্ধ ইফতিখার কথা বলতে বলতে এগিয়ে যান স্কয়ার-লেগ আম্পায়ার ক্রিস ব্রাউনের দিকে। মুলতান অধিনায়ক রিজওয়ানও ক্ষুব্ধ হয়ে এগিয়ে যান মানরোর দিকে। মুখোমুখি দাঁড়িয়ে যান দুজন, উত্তপ্ত বাক্যবিনিময় হয় দুজনের মধ্যে। দুই আম্পায়ারের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ইফতিখারের বিরুদ্ধে অভিযোগের জন্য মানরোকে অভিযুক্ত করা হয়নি। মানরো ও রিজওয়ান দোষী সাব্যস্ত হয়েছেন মূলত আগ্রাসী আচরণের জন্য।
কোনো আম্পায়ার ইফতিখারের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেননি। গোটা ক্যারিয়ারেই কখনও এমন অভিজ্ঞতা তার হয়নি।