দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ
Published : 05 Jan 2025, 12:44 AM
একটুর জন্য নিউল্যান্ডসে সর্বোচ্চ রানের ইনিংস খেলা হলো না রায়ান রিকেলটনের। তবে তার প্রথম আড়াইশ ছোঁয়া ইনিংস, কাইল ভেরেইনার সেঞ্চুরি ও মার্কো ইয়ানসেনের ফিফটিতে অনেক বড় সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। রান পাহাড়ের জবাব দিতে নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপদেই আছে পাকিস্তান।
কেপটাউন টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ পাকিস্তানের রান ৩ উইকেটে ৬৪। চোটের জন্য ছিটকে যাওয়া সাইম আইয়ুবের জায়গায় প্রথমবারের মতো ওপেন করতে নেমে ৭৭ বলে চারটি চারে ৩১ রানে ব্যাট করছেন বাবর আজম। ৯ রানে খেলছেন মোহাম্মদ রিজওয়ান।
এই টেস্ট তো বটেই, সামনের আরও অনেক দিন পাকিস্তানের হয়ে খেলা হবে না সাইমের। তাই কার্যত ৬ উইকেট হাতে নিয়ে ৫৫১ রানে পিছিয়ে সফরকারীরা।
ব্যাট করতে নেমে প্রথম ওভারেই শান মাসুদকে হারায় পাকিস্তান। দ্রুত ফেরেন কামরান গুলাম। শূন্য রানে ফেরেন সাউদ শাকিল।
নবম ওভারে তৃতীয় উইকেট পতনের পর জুটি গড়েছেন বাবর ও রিজওয়ান। ম্যাচে লড়াইয়ের জন্য অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যানের দিকেই তাকিয়ে পাকিস্তান।
৪ উইকেটে ৩১৬ রান নিয়ে শনিবার দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা যোগ করে আরও ২৯৯ রান।
দিনের শুরুতেই ডেভিড বেডিংহ্যামকে বিদায় করেন মোহাম্মদ আব্বাস। শুরুর সেই সাফল্য ধরে রাখতে পারেনি পাকিস্তান। রিকেলটন ও ভেরেইনার শতরানের জুটিতে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
চতুর্থ সেঞ্চুরি ছুঁয়েই ফেরেন ভেরেইনা। ভাঙে ২২২ বল স্থায়ী ১৪৮ রানের জুটি। ১৪৭ বলে ৫ ছক্কা ও ৯ চারে ১০০ রান করেন প্রোটিয়া কিপার-ব্যাটসম্যান।
ক্রিজে গিয়েই পাল্টা আক্রমণ শুরু করেন ইয়ানসেন। শট খেলতে থাকেন রিকেলটনও। দুই জনে ৬৭ বলে গড়েন ৮৬ রানের জুটি।
রিকেলটনকে বিদায় করে দ্রুত এগোনো জুটি ভাঙেন মির হামজা। স্বাগতিক ওপেনার ৬০৭ মিনিট ব্যাটিং করে ৩৪৩ বলে ৩ ছক্কা ও ২৯ চারে খেলেন ২৫৯ রানের ইনিংস। নিউল্যান্ডসে কোনো ইনিংসে তার চেয়ে কেবল বেশি রান আছে স্টিভেন ফ্লেমিংয়ের (২৬২)।
পরে ইয়ানসেনকেও ফেরান হামজা। ৪২ বলে পঞ্চাশ ছোঁয়া প্রোটিয়া অলরাউন্ডার ৩ ছক্কা ও ৮ চারে ৫৪ বলে করেন ৬২ রান।
৯ নম্বরে নেমে ঝড় তোলেন কেশাভ মহারাজ। ৩৫ বলে ৪০ রানের ইনিংসে তিনি দলকে নিয়ে যান ছয়শ রানের ঠিকানায়। তার বিদায়ের পর ৬১৫ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ইতি টানের আব্বাস। তিনি ছাড়া পাকিস্তানের বাকি চার মূল বোলারের সবাই রান দেওয়ার সেঞ্চুরি করেন।
উইকেটের পেছনে ছয়টি ক্যাচ নিয়েছেন রিজওয়ান। টেস্টে এক ইনিংসে পাকিস্তানের কিপারদের মধ্যে কেবল ওয়াসিম বারি (৭) তার চেয়ে বেশি ক্যাচ নিতে পেরেছেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: (আগের দিন ৩১৬/৪) ১৪১.৩ ওভারে ৬১৫ (২৫৯, বেডিংহ্যাম ৫, ভেরেইনা ১০০, ইয়ানসেন ৬২, মহারাজ ৪০, রাবাদা ৬*, মাফাকা ০; আব্বাস ২৭.৩-১-৯৪-৩, হামজা ৩০-৩-১২৭-২, শাহজাদ ২৫-৪-১২৩-২, জামাল ২০-০-১১০-০, সালমান ৩৮-৪-১৪৮-৩, কামরান ১-০-৩-০)
পাকিস্তান ১ম ইনিংস: ২১ ওভারে ৬৪/৩ (মাসুদ ২, বাবর ৩১*, কামরান ১২, শাকিল ০, রিজওয়ান ৯*; রাবাদা ৬-২-৯-২, ইয়ানসেন ৫-২-১৪-১, মাফাকা ৩-১-১২-০, মুল্ডার ৫-০-২৫-০, মহারাজ ২-০-২-০)