Published : 07 May 2025, 10:43 PM
স্পিনার নুর আহমাদের চার বলের মধ্যে আউট হয়ে গেলেন সুনিল নারাইন ও আঙ্কৃশ রাঘুভানশি। দুটি উইকেটেই অবদান রেখে আইপিএলে আরেকটি ‘প্রথমের’ জন্ম দিলেন কিপার মাহেন্দ্র সিং ধোনি।
প্রথম উইকেটকিপার হিসেবে আইপিএলে দুইশ ডিসমিসালের মাইলফলক স্পর্শ করলেন সাবেক ভারতীয় অধিনায়ক। ইডেন গার্ডেন্সে বুধবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই অর্জনে নাম লেখান চেন্নাই সুপার কিংসের ভারপ্রাপ্ত অধিনায়ক।
১৯৮ ডিসমিসাল নিয়ে এই ম্যাচে খেলতে নামেন ৪৩ বছর বয়সী ধোনি। অষ্টম ওভারে আফগান স্পিনার নুরের বলে নারাইনকে স্টাম্পড করেন তিনি, দুই বল পর রাঘুভানশির ক্যাচ নিয়ে পৌঁছে যান কাঙ্ক্ষিত মাইলফলকে।
২৬৯ ইনিংসে ধরা দিল ধোনির এই অর্জন। ২০০ ডিসমিসালের মধ্যে তার ক্যাচ ১৫৩টি, স্টাম্পিং ৪৭টি।
তার ধারেকাছে কেউ নেই। ১৭৪ ডিসমিসাল নিয়ে দুইয়ে আছেন অবসরে যাওয়া দিনেশ কার্তিক। অবসরে যাওয়া আরেক ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ১১৩ ডিসমিসাল নিয়ে আছেন তিনে।
এখনও খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে ধোনির পরে আছেন রিশাভ পান্ত। ১১২ ইনিংসে তার ডিসমিসাল ১০০টি।
চলতি আসরের শুরুর দিকে আরেকটি অনন্য কীর্তি গড়েন ধোনি। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে দুইশ ফিল্ডিং ডিসমিসালের মাইলফলক স্পর্শ করেন তিনি। মূলত কিপার হলেও এই টুর্নামেন্টে তার চারটি ক্যাচ আছে আউটফিল্ড ফিল্ডার হিসেবে।
ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার ও সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডও ধোনির।