Published : 20 May 2025, 10:45 AM
সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে দুই ম্যাচ বাকি রেখেই শেষ হয়ে গেছে লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের সম্ভাবনা। এবারের আইপিএলের পঞ্চম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ছিটকে পড়েছে রিশাভ পান্তের দল। গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস প্লে-অফ নিশ্চিত করেছে আগেই। প্লে-অফের শেষ জায়গাটির লড়াইয়ে আছে এখন কেবল মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস।
এই লড়াইয়ে বাংলাদেশের ক্রিকেট অনুসারীদের বাড়তি আগ্রহের কারণ, দিল্লিতে খেলছেন এখন মুস্তাফিজুর রহমান। জেইক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে খেলতে যাওয়া বাঁহাতি পেসারের আইপিএল অভিযান প্রাথমিক পর্বেই শেষ হয়ে যাবে নাকি চলবে প্লে-অফেও, কৌতূহল আছে অনেক।
আপাতত একটু সুবিধাজনক অবস্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে হার্দিক পান্ডিয়ার দল আছে পয়েন্ট তালিকার চার নম্বরে। পাঁচবারের চ্যাম্পিয়নদের নেট রান রেট ১.১৫৬।
১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালসের অবস্থান পঞ্চম। আকসার প্যাটেলের দলের নেট রান রেট ০.২৬০।
দুই দলেরই বাকি আছে দুটি করে ম্যাচ। মহাগুরুত্বপূর্ণ এক লড়াইয়ে বুধবার মুম্বাইয়ে মুখোমুখি হবে এই দুই দল। ওয়াংখেড়েতে এই লড়াইয়ে যদি মুম্বাই জিতে যায়, তাহলে সব উত্তেজনার সমাপ্তি সেখানেই। ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলবে তারা।
ওই লড়াইয়ে যদি দিল্লি জিতে যায়, তাহলে প্লে-অফের ফয়সালা হবে দুই দলের শেষ ম্যাচে। সেখানে দুই দলেরই প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। সেই দুটি ম্যাচেরই ভেন্যু জয়পুর।
বুধবার মুম্বাইকে হারিয়ে দিল্লি যদি শনিবার জয়পুরে হারাতে পারে পাঞ্জাবকে, তাহলে ১৭ পয়েন্ট নিয়ে তারা পৌঁছে যাবে প্লে-অফে।
কিন্তু মুম্বাইকে হারানোর পর যদি পাঞ্জাবের কাছে হেরে যায় দিল্লি, তখন মুম্বাইয়ের সামনে থাকবে সুযোগ। আগামী সোমবার জয়পুরে পাঞ্জাবকে হারিয়ে মুম্বাই নিশ্চিত করতে পারে প্লে-অফ।
চিত্র তাই এরকম, বুধবারই ফয়সালা হয়ে যেতে পারে প্লে-অফের, কিংবা সেই লড়াই জিইয়ে থাকতে পারে আগামী সোমবার পর্যন্ত।
গুজরাট, বেঙ্গালুরু ও পাঞ্জাবের প্লে-অফ খেলা নিশ্চিত হয়ে গেলেও তাদের হিসাব-নিকাশ শেষ হয়নি এখনও। শীর্ষ দুইয়ে থাকার লড়াই যে এখনও বাকি! প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দল ফাইনালে ওঠার লড়াইয়ে সুযোগ পাবে একটি ম্যাচ বেশি। কাজেই এখানেও লড়াইটা হবে মরিয়া। এই তিন দলেরই প্রাথমিক পর্বে বাকি আছে দুটি করে ম্যাচ।
লাক্ষ্নৌ ও বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে আগামী মঙ্গলবার শেষ হবে প্রাথমিক পর্বের লড়াই। প্লে-অফ শুরু ২৯ মে। আসর স্থগিত হয়ে আবার শুরুর পর প্লে-অফের ভেন্যু জানানো হয়নি এখনও।