ইংলিশ ক্রিকেট
Published : 19 May 2025, 07:34 PM
চোট কাটিয়ে দ্রুত মাঠে ফিরতে নিজের জীবনযাপনে পরিবর্তন আনেন স্টোকস। পুনর্বাসনের সময়টায় অ্যালকোহল থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেন তিনি। ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জানালেন, গত জানুয়ারি থেকে অ্যালকোহল স্পর্শই করেননি।
গত বছরের অগাস্টে ইংল্যান্ডের একশ বলের প্রতিযোগিতা ‘দা হান্ড্রেড’-এ খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন স্টোকস। তখন দুই মাসের পুনর্বাসন প্রক্রিয়া শেষে অক্টোবরে পাকিস্তান সফর দিয়ে মাঠে ফেরেন তিনি।
এরপর গত নভেম্বর-ডিসেম্বরের নিউ জিল্যান্ড সফরেও দলকে নেতৃত্ব দেন স্টোকস। কিন্তু ওই সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের সময়ই বাধে বিপত্তি। মাথাচাড়া দিয়ে ওঠে পুরোনো চোট।
তখন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্কখ থেকে জানানো হয়েছিল, বাম পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে স্টোকসের। এর জন্য পরে অস্ত্রোপচারও করাতে হয় তাকে। এখন মাঠে ফেরার অপেক্ষায় আছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট দিয়ে ইংল্যান্ডের জার্সিতে ফের দেখা যেতে পারে স্টোকসকে। আশা করা হচ্ছে, পুরদস্তুর অলরাউন্ডার হিসেবেই এবার তাকে পাবে ইংলিশরা। পুরোপুরি ফিট হয়ে উঠতে এবার চেষ্টার কোনো কমতিই রাখেননি ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।
‘আনটেপড পডকাস্টে’ আলাপকালে এবারের পুনর্বাসন নিয়ে কথা বলেন স্টোকস। সেখানেই তুলে ধরেন তিনি তার অ্যালকোহল থেকে আপাতত দূরে থাকার বিষয়টি।
“প্রথম বড় চোট পাওয়ার সেই আতঙ্ক এখনও আমার মনে পড়ে। প্রাথমিক অ্যাড্রেনালিন দেওয়া বন্ধ হওয়ার পর আমি ভাবলাম, ‘এটা কীভাবে হলো? চার-পাঁচ রাত আগে আমরা মদ্যপান করেছিলাম, সেটা কি কোনো ভূমিকা রাখতে পারে?”
“এরপর আমি বললাম, ‘ঠিক আছে, আমি যা করছি সেখানে বদল আনা শুরু করতে হবে।’ জানি না কখনও পুরোপুরি ছাড়তে পারব কিনা, তবে গত ২ জানুয়ারি থেকে আমি মদ্যপান করছি না। নিজেকে বলেছি, যতদিন না পুনর্বাসন শেষ করছি এবং মাঠে ফিরছি, ততদিন এটা স্পর্শ করব না।”
অ্যালকোহল পুরোপুরি ছাড়তে পারবেন না নিজেই স্বীকার করেছেন স্টোকস। তবে কেবল সামাজিক অনুষ্ঠানেই এটি নেওয়ার চেষ্টা থাকবে তার। ইংলিশ তারকার মনে হয়েছে, এখনকার ব্যস্ত সূচির সঙ্গে শরীরকে মানাতে দৈনন্দিন জীবনযাত্রায় কিছু পরিবর্তন প্রয়োজন।
ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে ইংল্যান্ডের চার দিনের একমাত্র টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার।
এরপর ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে লড়বে ইংলিশরা। আগামী ২০ জুন লিডসে শুরু দুই দলের মাঠের লড়াই।