লঙ্কান ক্রিকেট
Published : 16 Aug 2024, 08:41 PM
বড় বিপদে পড়েছেন নিরোশান ডিকওয়েলা। ডোপ-বিরোধী নীতিমাল ভঙ্গের দায়ে শ্রীলঙ্কার কিপার-ব্যাটসম্যানকে অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি) শুক্রবার এই শাস্তির ঘোষণা দেয়। তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা কার্যকর করার কথা বলা হয়েছে বিবৃতিতে। পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত চলবে এটি।
গত মাসে শেষ হওয়া লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) চলাকালে ক্রিকেটারদের একটি ডোপ পরীক্ষা করানো হয়। বিশ্ব অ্যান্টি-ডোপিং নিয়ম অনুযায়ী হওয়া সেই পরীক্ষায় ব্যর্থ হন ডেকওয়েলা। যার মাশুল গুনতে হলো তাকে।
অধিকতর তদন্ত চলাকালে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকবেন ডিকওয়েলা।
এবারের এলপিএলে গল মার্ভেলসকে নেতৃত্ব দেন ৩১ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান। শ্রীলঙ্কার হয়ে সবশেষ ২০২৩ সালের মার্চে মাঠে নামা এই ক্রিকেটার চলতি বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পান। কিন্তু একটি ম্যাচও খেলার সুযোগ পাননি।
ক্যারিয়ারে বিতর্কিত কাণ্ড করে খবরের শিরোনামে আগেও এসেছেন ডিকওয়েলা। ২০২১ সালে করোনাকালীন সময়ে বায়ো-বাবল প্রটোকল ভঙ্গের দায়ে নিষিদ্ধ হওয়া তিন খেলোয়াড়ের একজন ছিলেন তিনি। বাকি দুইজন হলেন কুসাল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকা।
তিন সংস্করণেই শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ডিকওয়েলা। ৫৪ টেস্টে ২ হাজার ৭৫৭ রান, ৫৫ ওয়ানডেতে ১ হাজার ৬০৪ রান ও ২৮ টি-টোয়েন্টিতে ৪৮০ রান করেছেন তিনি। আন্তর্জাতিক আঙিনায় তার দুটি সেঞ্চুরি আছে ওয়ানডেতে।