Published : 25 Jan 2025, 09:17 PM
ফারুক আহমেদ বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের বেশি সময় পর অবশেষে গঠিত হলো বোর্ডের বিভিন্ন কার্যকরী কমিটি। বহুল আলোচিত ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন নাজমুল আবেদীন। পাশাপাশি নারী ক্রিকেটের দেখভালও করবেন তিনি।
গত বছরের অগাস্টে বিসিবির সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ। এরপর থেকে নিয়মিত কার্যকরী কমিটি নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। প্রতিবারই ‘দিচ্ছি, দেব’ করে সময়ক্ষেপণ চলতে থাকে। গত ৩ জানুয়ারি সংবাদমাধ্যমে তিনি বলেন, এক-দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এর প্রায় তিন সপ্তাহ পর শনিবার বোর্ড পরিচালকদের ১৭তম সভার পর জানানো হলো কার্যকর কমিটির চেয়ারম্যানদের নাম। বোর্ডের ২৩টি স্ট্যান্ডিং কমিটির মধ্যে ২১টির প্রধানের নাম চূড়ান্ত করা হয়েছে।
ওয়ার্কিং কমিটি ও সিকিউরিটি কমিটির প্রধান ঠিক করা হয়নি। কিছু প্রক্রিয়া শেষ করে এই দুই কমিটির চেয়ারম্যান ঠিক করা হবে। দায়িত্ব পাওয়া ২১ চেয়ারম্যানকে আগামী ১৪ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
সর্বোচ্চ ৩টি করে কমিটির প্রধান হিসেবে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান, ফাহিম সিনহা ও মাহবুব আনাম। নাজমুল আবেদিন, ইফতেখার রহমানসহ একাধিক কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন পাঁচজন।
বিসিবির নতুন কার্যকরী কমিটি