বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ
Published : 22 Oct 2024, 08:15 PM
ঘরোয়া ক্রিকেটে ও চলমান ইমার্জিং টিমস এশিয়া কাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন সেদিকউল্লাহ আটাল। বাংলাদেশের বিপক্ষে সিরিজে আফগানিস্তানের ওয়ানডে দলে ফিরলেন এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা ওপেনার।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আগামী মাসে তিন ম্যাচের সিরিজের জন্য মঙ্গলবার ১৯ সদস্যের দল দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেদিকউল্লাহর পাশাপাশি ফিরেছেন বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমাদ।
গত মাসে শারজাহতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজের দলে থাকা ১৭ জনের সবাই আছেন বাংলাদেশের বিপক্ষেও। চোটের কারণে ওই সিরিজে খেলতে না পারা টপ অর্ডার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান ও অফ স্পিনার মুজিব উর রহমান এখনও বাইরে আছেন।
২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেলেও খেলার সুযোগ পাননি সেদিকউল্লাহ। ২০২৩ সালে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। দেশের হয়ে এই সংস্করণে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে খুব একটা ভালো করতে পারেননি তিনি, রান করেছেন মোটে ৭২।
তবে কুড়ি ওভারের ক্রিকেটে সাম্প্রতিক সময়ে তিনি দারুণ ছন্দে আছেন। গত অগাস্টে আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ৯ ম্যাচে তিনি সর্বোচ্চ ৪২৩ রান করেন ১৩৪.২৮ স্ট্রাইক রেটে। আসরে সাড়ে তিনশ রানও করতে পারেননি আর কেউ।
টি-টোয়েন্টি ইমার্জিং টিমস এশিয়া কাপে আফগানিস্তান ‘এ’ দলের হয়ে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ৭ ছক্কা ও ২ চারে তিনি করেন ৪৬ বলে ৮৬ রান। পরের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ৫৫ বলে ৫ ছক্কা ও ৯ চারে অপরাজিত ৯৫ রানের আরেকটি ম্যাচ জয়ী ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ওয়ানডে দলে ডাক পাওয়ার দিন হংকংয়ের বিপক্ষে ২টি করে চার ও ছক্কায় করেন ৪১ বলে ৫২ রান। যদিও এই ম্যাচে তাদের ৫ উইকেটে হারিয়ে চমক দেখায় হংকং।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ছিলেন না নুর। সেন্ট লুসিয়া কিংসের এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জয়ে বড় অবদান রাখেন তিনি। ১২ ম্যাচে ওভারপ্রতি ৬.১৯ করে রান দিয়ে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে টুর্নামেন্ট-সেরার পুরস্কার জেতেন ১৯ বছর বয়সী স্পিনার।
আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত ১০ ওয়ানডেতে তার শিকার ৯ উইকেট, ১৪ টি-টোয়েন্টিতে উইকেট ৭টি।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। একই মাঠে পরের দুই ম্যাচ ৯ ও ১১ নভেম্বর।
দুই দলের সবশেষ দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ঘরের মাঠে গত বছর ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
আফগানিস্তান ওয়ানডে দল: হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রেহমাত শাহ, রাহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ আটাল, দারভিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, গুলবাদিন নাইব, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, আল্লাহ্ মোহাম্মদ ঘাজানফার, নুর আহমাদ, ফাজাল হাক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান, ফারিদ আহমাদ মালিক।