Published : 16 Jun 2025, 12:24 PM
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি উন্মোচনের জমকালো আয়োজন হওয়ার কথা ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনে। কিন্তু লর্ডসে সেদিন দেখা যায়নি এমন কোনো আয়োজন। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার প্রেক্ষিতেই মূলত পিছিয়ে দেওয়া হয় সেই আয়োজন।
ফাইনাল ম্যাচটি অবশ্য শেষ হয়ে যায় চতুর্থ দিন প্রথম সেশনেই। ফেভারিট অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জয় করে দক্ষিণ আফ্রিকা। ২৭ বছরের আইসিসি ট্রফি খরা ঘুচিয়ে প্রোটিয়াদের আবেগ ও উচ্ছ্বাসের জোয়ারে লর্ডসের অন্যরকম এক আবহ দেখা যায়।
অনেকে ধারণা করছিলেন, খেলা আগেভাগে শেষ হওয়াতেই হয়তো অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি উন্মোচনের আয়োজনটি সেদিন করা হয়নি। তবে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, শোকাবহ বিমান দুর্ঘটনার কারণেই মূলত আয়োজনটি পিছিয়ে নেওয়া হয়েছে। ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনা করে নতুন পরিকল্পনা চূড়ান্ত করা হবে দ্রুতই।
আগামী শুক্রবার হেডিংলি টেস্ট দিয়ে শুরু ক্রিকেট বিশ্বের আকর্ষণীয় লড়াইগুলোর একটি এই পাঁচ ম্যাচের সিরিজ।
এই লড়াইয়ের আগের নাম ছিল পাতৌদি ট্রফি। ইংল্যান্ড-ভারত দুই দলের হয়েই খেলা ইফতিখার আলি খান পাতৌদি ও তার ছেলে ভারতের সাবেক অধিনায়ক মানসুর আলি খান পাতৌদির সম্মানে এই নামকরণ করা হয়েছিল। তবে সেই নাম বদল করে এবারের সিরিজ থেকে নতুন নামকরণের সিদ্ধান্ত হয় টেস্ট ইতিহাসের সফলতম ব্য্যাটসম্যান আর সফলতম পেস বোলারের নামে।
এই লড়াই থেকে পাতৌদির নাম অবশ্য পুরোপুরি মুছে যাচ্ছে না। নাম পরিবর্তনের পর পাতৌদির পরিবার ও ভারতের ক্রিকেট মহলের একটি অংশে কিছুটা অসন্তোষের খবর জানা গিয়েছিল। এবার ক্রিকবাজের খবর, স্বয়ং সাচিন টেন্ডুলকার দুই দেশের বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলেছেন পাতৌদির নাম কোনোভাবে রাখা যায় কি না। তার অনুরোধের প্রেক্ষিতে এমনকি আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই ব্যাপারে ভূমিকা রেখেছেন।
তাদের উদ্যোগের পথ ধরে পাতৌদি নামটি শেষ পর্যন্ত থেকে যাচ্ছে বলেই জানা যাচ্ছে। এখনও পর্যন্ত যদিও চূড়ান্ত নয়, তবে ‘পাতৌদি পদক’ চালু করার হতে পারে, যেটি পেতে পারেন সিরিজের বিজয়ী অধিনায়ক।