ইংলিশ ক্রিকেট
Published : 07 Apr 2025, 07:08 PM
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল গুঞ্জন। এবার সেটাই সত্যি হলো। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হ্যারি ব্রুককে অধিনায়কের দায়িত্ব দিল ইংল্যান্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়ে দেন জস বাটলার। এই কিপার-ব্যাটসম্যানের স্থলাভিষিক্ত হলেন ব্রুক।
২৬ বছর বয়সী ব্রুক গত এক বছর ধরে সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের সহ-অধিনায়ক ছিলেন। বাটলারের অনুপস্থিতিতে গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি ওয়ানডেতে ইংলিশদের নেতৃত্ব দেন তিনি। সিরিজটি ৩-২ ব্যবধানে হারে ইংল্যান্ড।
অধিনায়ক হিসেবে ব্রুকের আনুষ্ঠানিক পথচলা শুরু হবে আগামী মে মাসের শেষ দিকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তখন তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড।
জাতীয় দলের নেতৃত্ব পেয়ে ভীষণ খুশি ব্রুক।
“সাদা বলে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়াটা সত্যিই সম্মানের। ছোটবেলায় যখন ওয়ার্ফেডেলের বার্লিতে ক্রিকেট খেললাম তখন থেকেই ইয়র্কশায়ারের প্রতিনিধিত্ব করার, ইংল্যান্ডের হয়ে খেলার, হয়তো একদিন জাতীয় দলকে নেতৃত্ব দেব, সেই স্বপ্ন দেখতাম। এখন সুযোগটি আমাকে দেওয়া হয়েছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া।”
২০২২ সালে অভিষেকের পর থেকে তিন সংস্করণেই ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন ব্রুক। টেস্টে তো দুর্দান্ত তিনি। এই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে ৩১৭ রানে ইনিংস আছে তার। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুইয়ে তিনি।
২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ইংল্যান্ডকে নেতৃত্ব দেন ব্রুক। দা হান্ড্রেডের নর্দান সুপারচার্জার্সেরও অধিনায়কত্ব করেন তিনি। সব কিছু মিলিয়েই, তাকে ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছিল।
তবে, সাদা বলের দুই সংস্করণের জন্য আলাদা দুই অধিনায়ক নিয়োগ দেওয়ার কথাও শোনা যাচ্ছিল। গুঞ্জন ছিল, টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে দেওয়া হতে পারে ওয়ানডের দায়িত্ব। শেষ পর্যন্ত দুই সংস্করণের জন্যই ব্রুকের উপর আস্থা রাখল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড-ইসিবি।
এখন পর্যন্ত ২৬ ওয়ানডে খেলেছেন ব্রুক। ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে করেছেন ৮১৬ রান। স্ট্রাইক রেট ১০০.৭৪ ও গড় ৩৪। দেশের হয়ে ৪৪ টি-টোয়েন্টিতে তার রান ৭৯৮, ফিফটি আছে ৪টি, স্ট্রাইক রেট ১৪৬.১৫ ও গড় ২৮.৫০।