আইপিএল
Published : 22 May 2025, 05:53 PM
জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ভারত ছাড়তে হবে জ্যাকব বেথেলকে। এই ইংলিশ ক্রিকেটারের অনুপস্থিতি টিম সাইফার্টকে সুযোগ করে দিয়েছে আইপিএলে ফেরার। সাময়িক বদলি হিসেবে নিউ জিল্যান্ডের কিপার-ব্যাটসম্যানকে দলে যোগ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
দুই কোটি রুপিতে সাইফার্টকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছেন, আগামী শনিবার থেকে কার্যকর হবে এই বদলি।
এখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলছেন ৩০ বছর বয়সী সাইফার্ট। বৃহস্পতিবার এলিমিনেটর ম্যাচে লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে করাচি। পিএসএলের ফাইনাল মাঠে গড়াবে আগামী রোববার।
ভিরাট কোহলিদের সঙ্গে সাইফার্টের যোগ দেওয়া নির্ভর করছে করাচির ওপর। যদি পিএসএলের ফাইনালে ওঠে করাচি, তাহলে লাক্ষ্ণৌয়ে আগামী সোমবার বেঙ্গালুরু দলের সঙ্গে যোগ দিতে পারবেন সাইফার্ট। ওইদিনই আবার আইপিএলের প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বেঙ্গালুরু, প্রতিপক্ষ লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
করাচিতে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে খেলছেন সাইফার্ট। এখন পর্যন্ত তিনি ৯ ইনিংসে ১৪৫.৮০ স্ট্রাইক রেটে রান করেছেন ২২৬, ফিফটি নেই একটিও, সর্বোচ্চ ৪৭।
এর আগে দুই মৌসুমে স্বল্প সময়ের জন্য আইপিএলে খেলেছিলেন সাইফার্ট। সবশেষ ২০২২ সালে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দুই ম্যাচ খেলেছিলেন ডানহাতি ব্যাটসম্যান। তার আগের বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে এক ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ২৬২ ম্যাচ খেলে ১৩৩.০৭ স্ট্রাইক রেটে পাঁচ হাজার ৮৬২ রান সাইফার্টের। নামের পাশে তিন সেঞ্চুরির সঙ্গে ফিফটি ২৮টি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসছে সীমিত ওভারের সিরিজে ইংল্যান্ড দলে আছেন বেথেল। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের খেলবে বেঙ্গালুরু। ওই ম্যাচের পরই ভারত ছাড়ার কথা ২১ বছর বয়সী ক্রিকেটারের।
এবারই প্রথম আইপিএলে খেলছেন বেথেল। বেঙ্গালুরুর জার্সিতে এই তরুণ এখন পর্যন্ত খেলতে পেরেছেন দুই ম্যাচ। সবশেষটিতে গত ৩ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৩৩ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন তিনি।
বেথেলের পাশাপাশি অস্ট্রেলিয়ান পেসার জশ হেইজেলউডকেও পাবে না বেঙ্গালুরু। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি নিতে এখন ব্রিজবেনে ক্রিকেট অস্ট্রেলিয়ার হাই-পারফরম্যান্সে সেন্টারে আছেন তিনি।
প্লে-অফে খেলা নিশ্চিত হয়ে যাওয়া বেঙ্গালুরু পয়েন্ট টেবিলে আছে দ্বিতীয় স্থানে। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট টাইটান্স।