আইসিসি র্যাঙ্কিং
Published : 27 May 2025, 05:39 PM
পাকিস্তানের জার্সিতে সাদিয়া ইকবালকে সবশেষ টি-টোয়েন্টি খেলতে দেখা গিয়েছিল প্রায় আট মাস আগে। তখনই ক্যারিয়ারে প্রথমবারের মতো এই সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিলেন তিনি। লম্বা সময় মাঠে না নেমেই শীর্ষস্থান ফিরে পেলেন বাঁহাতি এই স্পিনার।
নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। যেখানে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় এক ধাপ এগিয়েছেন সাদিয়া।
লম্বা সময় টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা সোফি এক্লেস্টোন তিন ধাপ নিচে নেমে এখন চার নম্বরে আছেন।
২০২০ সালের ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের চূড়ায় এই ইংলিশ বাঁহাতি স্পিনার। মাঝে একবার গত বছরের অক্টোবরে সাদিয়ার কাছেই জায়গা হারিয়েছিলেন তিনি স্রেফ সপ্তাহখানেকের জন্য। আরও একবার সিংহাসন হারালেন ২৬ বছর বয়সী ক্রিকেটার।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলেননি এক্লেস্টোন। আর এটাই তাকে পিছিয়ে দিয়েছে র্যাঙ্কিংয়ে। তার অবনতিতে উন্নতি হয়েছে গত অক্টোবরে সবশেষ টি-টোয়েন্টি খেলা সাদিয়ার।
তার মতো এক ধাপ করে এগিয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে উঠে এসেছেন ভারতের দীপ্তি শার্মা ও অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। আগের মতোই পাঁচে ভারতীয় পেসার রেনুকা সিং।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে ৭ উইকেট নেওয়া ইংলিশ পেসার লরেন বেল এগিয়েছেন ১৩ ধাপ। জায়গা করে নিয়েছেন ষষ্ঠ স্থানে। তার সতীর্থ বাঁহাতি স্পিনার লিনসে স্মিথ (৩৭ ধাপ এগিয়ে ৪১তম) ও পেসার ইসি ওং (৩২ ধাপ এগিয়ে ৬২তম) দিয়েছেন বড় লাফ।
মেয়েদের টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতো সবার ওপরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। ইংল্যান্ডের বিপক্ষে ৮৮.৫০ গড়ে ১৭৭ রান করে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় যথারীতি ম্যাথিউস।