Published : 25 May 2025, 09:34 PM
শুরুটা কী দুর্দান্তই না ছিল ব্যারি ম্যাককার্থির জন্য। প্রথম ওভারে পেয়ে যান ব্র্যান্ডন কিংয়ের উইকেট, পঞ্চম ওভারে এভিন লুইসের। কিন্তু শেষটা হয়ে হলো দুঃস্বপ্নের। ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের তাণ্ডবে রান দিলেন অকাতরে। তাতে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম উঠে গেল ব্যারি ম্যাককার্থির। আয়ারল্যান্ডের প্রথম পেসার হিসেবে কোনো ওয়ানডে ম্যাচে রান দেওয়ার সেঞ্চুরি করলেন ৩২ বছর বয়সী এই পেসার।
টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করা কেসি কার্টি এবার খেলেছেন ক্যারিয়ার সেরা ১৭০ রানের ইনিংস। তার সঙ্গে শতরানের জুটিতে অধিনায়ক শেই হোপ ৭৫ বলে করেছেন ৭৫ রান।
শেষটায় ২৩ বলে ৫০ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন জাস্টিন গ্রিভস। মূলত তার আর কার্টির তাণ্ডবে শেষ আট ওভারে ১৩২ রান তুলেছে স্বাগতিকরা। এতে ভীষণ খরুচে হয়ে গেছেন ব্যারি ও লিয়াম ম্যাককার্থি, ব্যারি ও লিয়াম।
ওয়ানডেতে শেষ আট ওভারে কোনো দলের এর চেয়ে বেশি রান তোলার ঘটনা আছে কেবল দুটি; ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউ জিল্যান্ডের ১৩৬ ও ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ১৪১।
১০ ওভারে ৩ উইকেট নিতে ১০০ রান দিয়েছেন ব্যারি ম্যাককার্থি। ওয়ানডেতে আয়ারল্যান্ডের হয়ে এর আগে সর্বোচ্চ ৯৫ রান দিয়েছিলেন দুই বোলার পিটার কনেল ও কেভিন ও’ব্রায়েন।
২০০৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ৯৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন কনেল। আর ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৭ ওভারে ৯৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন ও’ব্রায়েন।
তালিকায় তাদের পরই পেছনে আছেন লিয়াম ম্যাককার্থি। এদিন ২ উইকেট নিতে ১০ ওভারে ৯৩ রান দিয়েছেন তিনি।
শেষের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ৩৮৫ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৯ রান এখনও সর্বোচ্চ।