Published : 24 Feb 2025, 08:37 AM
শক্তি-সামর্থ্য কিংবা সাম্প্রতিক ফর্ম আর পারফরম্যান্স, কোনো দিক থেকেই দুই দলের তুলনা চলে না এই মুহূর্তে। নিউ জিল্যান্ড এগিয়ে যোজন যোজন। কিন্তু বাংলাদেশকে তারা কোনোভাবেই হালকা করে দেখছেন না। এটা যে শুধু বলার জন্যই বলা নয়, নানা কথায় তা বুঝিয়ে দিলেন মিচেল স্যান্টনার। নিউ জিল্যান্ড অধিনায়ক তুলে ধরলেন, ব্যাটিং-বোলিংয়ে বাংলাদেশ কতটা বিপজ্জনক।
এবার পাকিস্তানে পা রাখার পর থেকেই দারুণ ফর্মে নিউ জিল্যান্ড। ত্রিদেশীয় টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা। চোটের কারণে লকি ফার্গুসন ও রাচিন রাভিন্দ্রাকে না পেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে স্বাগতিক পাকিস্তানকে।
বাংলাদেশ সেখানে পরাজয়ের বৃত্তেই আছে বেশ কিছুদিন ধরে। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজে হোয়াইটওয়াশড হয়ে আসা দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে গা গরমের ম্যাচে হেরেছে পাকিস্তান ‘এ’ দলের কাছে। মূল আসর শুরু করেছে ভারতের কাছে হেরে।
বিশেষ করে, ব্যাটিং দলকে ভোগাচ্ছে লম্বা সময় ধরে। তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে এখানেও বেশ সমীহ করলেন স্যান্টনার।
“অবশ্যই বাংলাদেশের জন্য কিছু পরিকল্পনা আমাদের আছে। তবে অপেক্ষা করে দেখতে হবে, উইকেটে আচরণ কেমন হয়। যদি নিষ্প্রাণ উইকেট হয়, তাহলে করাচিতে যা করেছি (প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে), একইরকম কিছু করতে হবে। লম্বা সময় ধরে হার্ড লেংথে হিট করতে হবে।”
“আমরা জানি, ওদের লাইন আপে কিছু বিধ্বংসী ক্রিকেটার আছে। ঐতিহ্যগতভাবে এটি বড় রানের মাঠ। ব্যাট হাতে আমাদের সেই দাবি মেটাতে হবে। জুটি গড়া ও মাঠে তা করে দেখানো নিয়ে আলোচনা হয়েছে আমাদের।”
গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে লড়াইটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের স্মরণীয় একটি ম্যাচ হয়ে আছে। সেই ম্যাচ জিতেই প্রথম আইসিসি টুর্নামেন্টের সেমি-ফাইনালের পথে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে অসাধারণ সেঞ্চুরি করেছিলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।
শুধুই সেই ম্যাচে নয়, ক্যারিয়ারজুড়ে নানা সময়েই ব্যাটে-বলে নিউ জিল্যান্ডকে ভুগিয়েছেন সাকিব। এবার তিনি নেই। তবে যারা দলে আছেন, তাদের প্রতি সম্মানের কমতি নেই কিউই অধিনায়কের।
“লম্বা সময় ধরেই আমরা দেখেছি, সাকিব কতটা ভালো। সে প্রমাণ করেছে, সব কন্ডিশনে পারফর্ম করতে পারে। তবে তাদের রিশাদ উঠে এসেছে, যে খুব ভালো লেগ স্পিনার। মেহেদি (মিরাজ) ভালো করছে। মাহমুদউল্লাহ যদি খেলে, সেও কিছু ভালো কিছু ওভার করতে পারে। সব মিলিয়ে আমার মনে হয়, ওদের ভারসাম্য এই মুহূর্তে ভালো।”
“তাদের এমন কিছু ক্রিকেটার আছে, ব্যাট হাতেও যারা আগ্রাসী হতে পারে। গত ম্যাচে হৃদয় দারুণ এক ইনিংস খেলেছে এবং জাকের আলি দলে এসে এর মধ্যেই অনেক ভালো কিছু করেছে। কাজেই এই দলকে কোনোভাবেই সহজভাবে নিচ্ছি না আমরা। আমরা জানি, এই ধরনের বড় টুর্নামেন্টে সবসময়ই সজাগ থাকতে হবে। নিজেদের দিনে তারা যে কোনো দলকে হারাতে পারে। আশা করি, সেটি আমরা হব না।”
শুধু ব্যাটসম্যানদের নিয়েই নয়, নিউ জিল্যান্ড অধিনায়ক আলাদা করে বলছেন বাংলাদেশের পেস আক্রমণের কথাও।
“ওরা এই মুহূর্তে বেশ ভালো দল। তাদের স্পিন বিভাগ সবসময়ই সমৃদ্ধ ছিল, এখন তাদের দারুণ কিছু পেস বোলার উঠে আসছে। তাসকিন তো অনেক দিন ধরেই ভালো করছে। ফিজ (মুস্তাফিজ) তো আছেই, আমরা জানি সে কতটা ভালো হতে পারে। রানা আছে এখন। বেশ কিছু গতিময় বোলার উঠে আসছে।”
“দেশে ও দেশের বাইরে আমরা তাদের সঙ্গে অনেক ম্যাচ খেলেছি। কাজেই ওদের সঙ্গে আমরা বেশ পরিচিত, ওদেরও আমাদের সম্পর্কে বেশ জানাশোনা আছে। এটা তাই জানা আছে, প্রতিপক্ষ কীভাবে শক্তির জায়গাগুলো কাজে লাগাতে চায় এবং আমরা নিজেদের পরিকল্পনা কতটা কাজে লাগাতে পারি এবং কতটা লম্বা সময় ধরে রাখতে পারি।”
রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার ম্যাচটি শুরু বাংলাদেশ সময় দুপুর তিনটায়।