Published : 14 May 2025, 09:38 AM
আইপিএলের সূচি বদলে গেলেও দক্ষিণ আফ্রিকার পরিকল্পনায় বদল আসেনি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য আগের সময় অনুযায়ীই ক্রিকেটারদের ফেরত পেতে আশাবাদী ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। আইপিএল থেকে তাই আগেভাগেই দেশে ফিরতে হতে পারে কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, মার্কো ইয়ানসেন, এইডেন মার্করামদের।
আইপিএলে থাকা দক্ষিণ আফ্রিকার আট ক্রিকেটার জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গুজরাট টাইটান্সে খেলছেন কাগিসো রাবাদা, দুইয়ে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে আছেন লুঙ্গি এনগিডি, প্লে অফের কাছাকাছি থাকা মুম্বাই ইন্ডিয়ান্সে খেলছেন রায়ান রিকেলটন ও কর্বিন বশ, পাঞ্জাব কিংসে মার্কো ইয়ানসেন ও দিল্লি ক্যাপিটালসে ট্রিস্টান স্টাবস। এছাড়া বিদায়ের দুয়ারে থাকা লাক্ষ্নৌ সুপার জায়ান্টসে আছেন এইডেন মার্করাম, বিদায় নিশ্চিত হওয়া সানরাইজার্স হায়দরাবাদে ভিয়ান মুল্ডার।
আগের সূচি অনুযায়ী, ২৫ মে শেষ হওয়ার কথা ছিল আইপিএল। দুই দেশের বোর্ডের মধ্যে চুক্তি অনুযায়ী, ২৬ মে-র মধ্যে দেশে ফেরার কথা দক্ষিণ আফ্রিকার সব ক্রিকেটারের। ক্রিকেটাররা দেশে ফিরে কিছুটা সময় কাটিয়ে ৩০ মে গোটা দল একসঙ্গে ইংল্যান্ডের পথে উড়াল দেবে, সিএসএর ভাবনা ছিল এমনই।
কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের জের ধরে আইপিএল স্থগিত হওয়ার পর নতুন সূচিতে প্রাথমিক পর্বই শেষ হবে ২৭ মে। এরপর প্লেঅফ শেষ ৩ জুন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু ১১ জুন। ৩১ মে ইংল্যান্ডে পৌঁছে ৩ জুন থেকে জিম্বাবুয়ের বিপক্ষে একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা দক্ষিণ আফ্রিকা দলের।
আইপিএল খেলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সময় এমনিতে আছে প্রোটিয়াদের। তবে টেস্ট ফাইনালের গুরুত্ব বিবেচনায় প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পেতে ক্রিকেটারদের আগের সময় অনুযায়ীই ফেরত চায় সিএসএ। কোচ শুক্রি কনরাড এবং ডিরেক্টর অব ন্যাশনাল টিমস অ্যান্ড হাই পারফরম্যান্স ইনক এনকুয়ে জানিয়েছেন, পূর্বনির্ধারিত সময়ে ক্রিকেটারদের ফেরত পাওয়ার ভাবনাই এখনও আছে তাদের।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দল ঘোষণার সংবাদ সম্মেলনে জোহানেসবার্গে মঙ্গলবার কোচ কনরাড জানান, দুই দেশের বোর্ডের আলোচনা চলছে এটা নিয়ে।
“আইপিএল-বিসিসিআইয়ের সঙ্গে আমাদের চুক্তি অনুযায়ী ২৫ মে ফাইনাল শেষে আমাদের ক্রিকেটাররা ২৬ মে ফিরবে। ৩০ মে উড়াল দেওয়ার আগে যাতে পর্যাপ্ত সময় আমাদের থাকে। আমার চেয়ে উঁচু পদে যার আছে, তারা প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাচ্ছে, ব্যাপারটি তারা দেখভাল করছেন। আমরা আমাদের ক্রিকেটারদের ফেরত চাই ২৬ মে এবং আশা করি, এটিই ফলদায়ক হবে।”
দুই বোর্ডের আলোচনায় সরাসরি সম্পৃক্ত যিনি, সেই এনকুয়ের কণ্ঠেও একইরকম বার্তা।
“ক্রিকেটারদের মধ্যে কে ফিরবে, কে খেলা চালিয়ে যাবে, এটা অবশ্যই ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমরা একটি ব্যাপার পরিষ্কার করে দিয়েছি এবং আইপিএল-বিসিসিআইয়ের সঙ্গে আমরা তা চূড়ান্ত করার চেষ্টা করছি, সেটা হলো টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে আমাদের মূল পরিকল্পনায় অটল থাকা। ছেলেদের দেশে ফেরার সবশেষ সময় ২৬ মে।”
২৫ মে-র পর প্রাথমিক পর্বে মুম্বাই-পাঞ্জাব ও লাক্ষ্নৌ-বেঙ্গালুরু ম্যাচ আছে। এরপর ২৯ মে থেকে প্লেঅফ।