ইংল্যান্ড-জিম্বাবুয়ে
Published : 22 May 2025, 11:27 PM
প্রায় বছর দেড়েক ধরেই ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান জো রুট। এবার তিনি পা রাখলেন আরেক চূড়ায়। দেশটির প্রথম ও টেস্ট ইতিহাসে পঞ্চম ক্রিকেটার হিসেবে ১৩ হাজার বা এর বেশি রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
মাইলফলকটি ছুঁতে ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে রুটের প্রয়োজন ছিল ২৮ রান। বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনের শেষ সেশনে তিনি পৌঁছে যান কাঙ্ক্ষিত ঠিকানায়।
১৫৩ টেস্টে ২৭৯ ইনিংসে ধরা দিল রুটের এই অর্জন। ৩৪ বছর বয়সী ব্যাটসম্যানের ঠিক ওপরে আছেন রাহুল দ্রাবিড়। ২৮৬ ইনিংসে ১৩ হাজার ২৮৮ রান নিয়ে ক্যারিয়ার শেষ করেন ভারতীয় গ্রেট।
২৮০ ইনিংসে ১৩ হাজার ২৮৯ রান নিয়ে তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ২৮৭ ইনিংসে করেন ১৩ হাজার ৩৭৮ রান। আর ২০০ টেস্টে ৩২৯ ইনিংসে ১৫ হাজার ৯২১ রান নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে ভারতীয় কিংবদন্তি সাচিন টেন্ডুলকার।
২০২৪ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টে অ্যালেস্টার কুককে ছাড়িয়ে ইংল্যান্ডের রানের চূড়ায় ওঠেন রুট। এরপর থেকে তার শুধুই এগিয়ে চলার পালা।
২০১২ সালে টেস্টের আঙিনায় পথচলা শুরু করা রুটের সেঞ্চুরি ৩৬টি, এটিও ইংল্যান্ডের রেকর্ড। এখানেও তিনি ছাড়িয়ে যান কুককে (৩৩টি)।
জিম্বাবুয়ের বিপক্ষে যে ব্যাটিং উইকেটে খেলা হচ্ছে, তাতে আরেকটি সেঞ্চুরির ভালো সুযোগ ছিল তার সামনে। কিন্তু প্রথম ইনিংসে তা পারেননি তিনি। ১৩ হাজারের মাইলফলক ছোঁয়ার পর আউট হয়ে যান ৪৪ বলে ৩৪ রান করে।
তার আগে নামা দলের প্রথম তিন ব্যাটসম্যানই করেন সেঞ্চুরি। দুই ওপেনার বেন ডাকেট (১৪০), জ্যাক ক্রলির (১২৪) পর অলি পোপ দেড়শ ছাড়িয়ে খেলছিলেন রুটের আউট হওয়ার সময়।
পোপ অপরাজিত ১৬৯, ডাকেট ১৪০, ক্রলি ১২৪, প্রথম দিনেই ইংল্যান্ডের ৪৯৮