আইপিএল
Published : 05 Apr 2025, 04:15 PM
দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইমরান তাহিরের মতো লম্বা চুল। উদযাপনের ধরন ওয়েস্ট ইন্ডিজ পেসার কেসরিক উইলিয়ামসের মতো। তবে যখন বোলিংয়ের জন্য দৌড়ান দিগ্বেশ রাঠি, মনে হয় যেন সুনিল নারাইন। চলতি আইপিএলে বোলিংটাও করছেন তিনি দারুণ। আলোচনায় থাকা লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের এই লেগ স্পিনার বললেন, বোলিংয়ের প্রতি ভালো লাগাই তাকে এনে দিচ্ছে সাফল্য।
দিল্লি প্রিমিয়ার লিগে নজর কাড়েন ২৫ বছর বয়সী দিগ্বেশ। টুর্নামেন্টের সবশেষ আসরে ১০ ম্যাচ খেলে ওভারপ্রতি ৭.৮৩ রান দিয়ে ১৪ শিকার ধরেন তিনি। আসরে যা চতুর্থ সর্বোচ্চ। এরপরই গত নভেম্বরের মেগা নিলাম থেকে তাকে ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে দলে টানে লাক্ষ্ণৌ।
আইপিএল শুরুর আগে লাক্ষ্ণৌয়ের অনুশীলন ক্যাম্প, প্রস্তুতি ম্যাচেও আলো ছড়ান দিগ্বেশ। তাতে মুগ্ধ হয়ে টুর্নামেন্টের শুরু থেকে তাকে সুযোগ দেয় লাক্ষ্ণৌ। দলের আস্থার প্রতিদানও দিয়ে যাচ্ছেন তিনি একের পর এক ম্যাচে দারুণ পারফরম্যান্স করে।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শুক্রবার লাক্ষ্ণৌয়ের জয়ের নায়কও দিগ্বেশ। ২০৩ রান ডিফেন্ড করতে নেমে যেখানে অকাতরে রান দিয়েছেন তার সতীর্থরা, সেখানে তিনি ছিলেন মিতব্যয়ী। ৪ ওভারে স্রেফ ২১ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।
আইপিএলে নিজের প্রথম আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে কেবল একবার ওভারপ্রতি আটের বেশি রান দিয়েছেন দিগ্বেশ। সব মিলিয়ে, ওভারপ্রতি ৭.৬২ রান দিয়ে ধরেছেন ৬ শিকার।
মুম্বাইয়ের বিপক্ষে চমৎকার পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জেতার পর দিগ্বেশ বলেন, নারাইনের মতো আক্রমণাত্মক বোলিং করে যেতে চান তিনি।
“সুনিল নারাইনের বোলিং দেখে আমি বোলিংয়ের ভালোবাসায় পড়ে যাই। আমার বোলিং ধরনটাই এমন যে, ব্যাটসম্যানদের আক্রমণ করতে এবং তাদের আউট করতে পছন্দ করি। সুনিল নারাইনের মতো আমি আরও আক্রমণাত্মক হতে চাই। চাপের পরিস্থিতিতে তিনি যেভাবে শান্ত থাকেন, আমিও সেটা করতে চাই।”
দিগ্বেশের বোলিংয়ের মূল অস্ত্র লেংথের ওপর নিয়ন্ত্রণ। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর পরিসংখ্যান মতে, আইপিএলে এখন পর্যন্ত ৯৬টি ডেলিভারি করেছেন দিগ্বেশ, যার ৮০টিই লেংথে কিংবা লেংথ থেকে সামান্য দূরে। ওই ৮০ ডেলিভারিতে কেবল ৯৫ রান দিয়েছেন তিনি। আসরে এখন পর্যন্ত তিনটি শর্ট বল করেছেন দিগ্বেশ, ফুল লেংথ ডেলিভারি ১৩টি।
লাক্ষ্ণৌয়ের পরের ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে, আগামী মঙ্গলবার। ওই ম্যাচে নিজের ‘হিরোর’নারাইনের মুখোমুখি হবেন দিগ্বেশ। দুই দলের লড়াইয়ে দিগ্বেশর বোলিং দেখতে মুখিয়ে আছেন লাক্ষ্ণৌয়ের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।
“এটা খুবই রোমাঞ্চকর হবে। এটা দেখার জন্য আমার আর তর সইছে না, কারণ কলকাতায় দুইজন স্পিনার (নারিন ও বরুণ চক্রবর্তী) আছে এবং দুজনই তার আদর্শ। সে কীভাবে বোলিংয়ে দৌড়ায়, দেখতে কেমন? সুনিল নারাইনের মতো, তাই না?”
“আর সে সবসময়ই ভিন্ন কিছু করে। সে খেলা নিয়ে অনেক ভাবে, কীভাবে প্রতিপক্ষকে আউট করবে তা নিয়েও। আমি মনে করি, একারণেই তার ভবিষ্যৎ উজ্জ্বল।”
বোলিং দিয়ে প্রশংসা কুড়ানো দিগ্বেশ কিছুটা সমালোচিতও হচ্ছেন। তার ‘নোটবুক উদযাপন’ পছন্দ হচ্ছে না অনেকেরই। এমনকি এমন অদ্ভুত উদযাপনের জন্য শাস্তিও পেয়েছেন তিনি।
পাঞ্জাব কিংস ম্যাচে ব্যাটসম্যানের কাছে গিয়ে ‘নোটবুক উদযাপন’ করায় দিগ্বেশকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। তার নামের পাশে যুক্ত হয় একটি ডিমেরট পয়েন্ট।
শুধরে যাবেন কি, উল্টো মুম্বাই ম্যাচেও নামান ধীরকে আউট করে একই উদযাপন করেন তিনি। এবার তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ ও দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।