Published : 07 Mar 2025, 10:20 PM
পাকিস্তান দলের সামর্থ্য নিয়ে সুনিল গাভাস্কারের মন্তব্য মোটেও ভালো লাগেনি জেসন গিলেস্পির। ভারতীয় কিংবদন্তিকে কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধান কোচ ও অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাত্তাই পায়নি তারা। ওই ম্যাচের পর স্পোর্টস টুডের সঙ্গে আলাপে গাভাস্কার বলেন, পাকিস্তানের এখনকার দলের যে শক্তি, তাতে ভারতের ‘বি’ দলকে হারাতেও কষ্ট হবে তাদের।
“আমার মনে হয়, ভারতের ‘বি’ দল অবশ্যই (পাকিস্তানের ঘাম ছুটিয়ে ছেড়ে দেবে)… ‘সি’ দল পারবে কি না, খুব একটা নিশ্চিত নই। তবে পাকিস্তানের এই দলের এমন ফর্মে ভারতের ‘বি’ দলকে হারাতে খুব, খুবই কষ্ট হবে।”
পাকিস্তানি সাংবাদিক সাজ সাদিকের শুক্রবার সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে গাভাস্কারের তীব্র সমালোচনা করেন গিলেস্পি।
“আমি এসব অতিকথন পছন্দ করি না। সুনিল গাভাস্কারের মন্তব্য দেখেছি যে, ভারতের ‘বি’ দল বা ভারতের ‘সি’ দল পাকিস্তানের মূল দলকে হারিয়ে দিতে পারে। এটা ফালতু কথা। একদম ফালতু কথা।”
সঠিক খেলোয়াড়দের দলে নিয়ে তাদের পর্যাপ্ত সময় দিতে পারলে পাকিস্তান যে কোনো দলকে হারাতে পারবে বলে মনে করেন গিলেস্পি।
“পাকিস্তান যদি সঠিক খেলোয়াড়দের বেছে নেয়, তাদের সঙ্গে লেগে থাকে, তাদের আলো ছড়ানোর জন্য, শেখার জন্য এবং তাদের খেলার মান উন্নত করার জন্য সময় দেয়, তাহলে তারা যে কোনো দলকে হারাতে পারে। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।”
“তাদের প্রতিভা অনেক বেশি। স্রেফ সত্যিকারের প্রতিভা বেছে নিতে হবে। তাদের পাশে থাকতে হবে এবং তাদের নিয়ে ধৈর্য ধরতে হবে। আমার মতে, পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা অনেক বেশি।”
গত বছরের এপ্রিলে দুই বছরের চুক্তিতে গিলেস্পিকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু দলের অধারাবাহিক পারফরম্যান্স এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে আট মাসও টিকতে পারেননি তিনি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে গত ডিসেম্বরে দায়িত্ব ছেড়ে দেন সাবেক এই পেসার।
গিলেস্পির সঙ্গে একই সময়ে পাকিস্তানের সাদা বলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল গ্যারি কার্স্টেনকে। কিন্তু গিলেস্পির আগেই অক্টোবরে পদত্যাগ করেন ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো এই কোচ। তখন টিম ম্যানেজমেন্ট ও পিসিবির সঙ্গে তার টানাপোড়েনের খবর বের হয়।
তাদের বিদায়ের পর দেশের সাবেক পেসার আকিব জাভেদকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় পিসিবি। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে গিলেস্পি অভিযোগ করেন, তাকে ও কার্স্টেনকে সরিয়ে কোচের চেয়ারে বসতে আড়ালে থেকে অনেক কিছু করেছেন আকিব।
এবার পিসিবির প্রতি একটা পরামর্শও দিলেন তিনি।
“বোর্ড হিসেবে পিসিবি যদি পরিবর্তন আনতে এবং সঠিক ফলাফল পেতে চায়, তাহলে তাদের সঠিক লোক, সঠিক নির্বাচক প্যানেল, খেলোয়াড়দের উন্নতি এবং তাদের কাজ করার জন্য সময় দিতে হবে। যদি একজন নতুন কোচ নিয়োগ করেন, তাহলে তাকে উল্লেখযোগ্য কিছু করার সুযোগ দিন, তাকে সময় দিন। অন্যথায় ফলাফল একই রকম হবে।”