আইসিসি প্লেয়ার অব দা মান্থ
Published : 07 Jun 2025, 05:48 PM
তিন ম্যাচে দুই ফিফটি, সিরিজের সর্বোচ্চ ১৪৫ রান; গত মাসে বাংলাদেশের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন মোহাম্মদ ওয়াসিম। আইসিসি প্লেয়ার অব দা মান্থ নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক।
মে মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম শনিবার ঘোষণা করেছে আইসিসি। নারী ক্রিকেটারদের মধ্যে মাস সেরার পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার ক্লোয়ি ট্রায়ন।
সেরার লড়াইয়ে স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলান ও যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমারকে হারান ওয়াসিম। এনিয়ে দ্বিতীয়বারের মতো পেলেন এই সম্মাননা। ২০২৪ সালে এপ্রিলের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি।
মেয়েদের সেরার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও ভারতের জেমিমাহ রদ্রিগেসকে টপকে যান ট্রায়ন।
শারজাহতে গত মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে আমিরাত। দলটির এই পথচলায় বড় ভূমিকা ছিল ওয়াসিমের।
প্রথম ম্যাচে ২ ছক্কা ও ৭ চারে ৩৯ বলে ৫৪ রানের চমৎকার ইনিংস খেলেন এই ওপেনার। ম্যাচটি যদিও জিততে পারেনি তারা। দ্বিতীয় ম্যাচে ফের হাসে ওয়াসিমের ব্যাট। এবার ৫ ছক্কা ও ৯ চারে ৪২ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জেতান তিনি।
২০৬ রানের লক্ষ্যে ২ উইকেট হাতে রেখে পৌঁছে যায় আমিরাত। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সেটাই তাদের প্রথম জয়। ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ওয়াসিম।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কেবল ৯ রান করেন ওয়াসিম। তবে আলিশান শারাফুর ফিফটিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারায় আমিরাত। সিরিজ সেরার পুরস্কার ওঠে ওয়াসিমের হাতে।
শুধু বাংলাদেশ সিরিজই নয়, গত মাসে ওয়াসিম উজ্জ্বল ছিলেন আইসিসি বিশ্বকাপ লিগ টু-তেও। ৫০ ওভারের সংস্করণে স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ৬১, ৪১ ও ৬১ রান করেন তিনি।
মে মাসে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আলো ছড়ানোর পুরস্কার পেলেন ট্রায়ন। প্রাথমিক পর্বের শেষ তিন ম্যাচে ১৩১.৩৪ স্ট্রাইক রেটে ১৭৬ রান করেন তিনি। বাঁহাতি স্পিনে ৬ উইকেট নেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার।
ভারতের বিপক্ষে ৬৭ রান করেন তিনি। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে ৩৫ ও ৭৪ রান। লঙ্কানদের বিপক্ষে শেষ ম্যাচে ৩৪ রানে ৫ শিকার ধরেন ট্রায়ন।