Published : 18 Oct 2024, 10:45 AM
রিকি পন্টিংয়ের বিদায়ের ঘোষণা এসেছিল বেশ আগেই। এবার কোচিং স্টাফ ও দলে পরিচলন প্রক্রিয়া পুরোপুরি ঢেলে সাজানোর অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিল দিল্লি ক্যাপিটালস। আইপিএল দলটির প্রধান কোচের পাশাপাশি ক্রিকেট পরিচালকের পদেও আনা হয়েছে বদল। আগামী আইপিএলে তাদের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন হেমাং বাদানি। সৌরভ গাঙ্গুলির বদলে ফ্র্যাঞ্চাইজির নতুন ‘ডিরেক্টর অব ক্রিকেট’ ভেনুগোপাল রাও।
এই দুজনের কেউ তারকা হিসেবে পন্টিং-সৌরভের ধারেকাছে নেই। তবে নিজ নিজ দায়িত্বে দুজনেরই অভিজ্ঞতা ও সাফল্য আছে।
এছাড়াও সহকারী কোচ ও ২০১৪ সাল থেকে দলটির ট্যারেক্ট স্কাউট প্রাভিন আমরের সঙ্গে চুক্তি নবায়ন না করার ঘোষণাও দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
পালাবদলের প্রক্রিয়ায় নতুন করে সহকারী কোচ, মেন্টরসহ বেশ কজনকে যুক্ত করা হবে কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টে।
পন্টিং সাত মৌসুমে দিল্লির প্রধান কোচের দায়িত্বে ছিলেন। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়কের কোচিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলে ট্রফি জিতলেও দিল্লির কোচিংয়ে প্রত্যাশিত সাফল্য তিনি এনে দিতে পারেননি। সম্প্রতি তিনি পাঞ্জাব কিংসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন।
নতুন কোচ বাদানি খেলোয়াড়ি জীবন ততটা সমৃদ্ধ ছিল না। ভারতের হয়ে চার টেস্ট ও ৪০ ওয়ানডে খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ঘরোয়া ক্রিকেটে অবশ্য বড় নাম ছিলেন তিনি। এখন কোচ হিসেবেও আলাদা ছাপ রেখেছেন ভারতীয় ক্রিকেটে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে চারবার শিরোপা জিতে সফলতম কোচ তিনি।
সেই সাফল্য থেকেই সানরাইজার্স হায়দরাবাদের কোচিং স্টাফে তাকে রাখা হয় ২০২২ আসর থেকে। এছাড়াও এসএ টোয়েন্টির প্রথম আসরে শিরোপাজয়ী সানরাইজার্স ইস্টার্ন কেপ, লঙ্কা প্রিমিয়ার লিগের সফল দল জাফনা কিংসের কোচিং স্টাফে ছিলেন তিনি। দুবাই ক্যাপিটালসের প্রধান কোচও তিনি, সাবেক এই বাঁহাতি ব্যাটসম্যানের কোচিংয়ে এবারের আইএল টি-টোয়েন্টিতে রানার্স আপ হয় দলটি।
ক্রিকেট পরিচালকের দায়িত্ব পাওয়া ভেনুগোপাল রাও ভারতের হয়ে খেলেছেন ১৬টি ওয়ানডে। ২০০৯ আইপিএলে চ্যাম্পিয়ন ডেকান চার্জার্সের হয়ে খেলেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে বড় নাম ছিলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। বাদানির সঙ্গে দুবাই ক্যাপিটালসে ছিলেন তিনিও, শুরুতে মেন্টর হিসেবে, পরে ক্রিকেট পরিচালকের দায়িত্বে।
সৌরভের সঙ্গে দিল্লি ক্যাপিটালসের সম্পর্ক অবশ্য শেষ হচ্ছে না এখনই। উইমেন’স প্রিমিয়ার লিগের দলটির ক্রিকেট পরিচালক হিসেবে আগামী দুই বছর কাজ করবেন সাবেক ভারতীয় অধিনায়ক। দুই বছর পর একই দায়িত্বে আবার ফিরবেন ছেলেদের দলে।