নিউ জিল্যান্ড ক্রিকেট
Published : 03 Jun 2025, 03:57 PM
ইংল্যান্ডের বিপক্ষে নিউ জিল্যান্ডের ঐতিহাসিক টেস্ট জয়ী দলের সদস্য রবার্ট অ্যান্ডারসন আর নেই। ৭৬ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন দেশটির ক্রিকেটে ‘জাম্বো’ নামে পরিচিতি এই ওপেনার।
পাঁচ দিনের মধ্যে দুই জনকে হারাল নিউ জিল্যান্ড ক্রিকেট। গত বৃহস্পতিবার ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন ক্যান্টারবুরির সাবেক পেসার ও নিউ জিল্যান্ডের সাবেক কোচ ডেভিড ট্রিস্ট।
ক্রাইস্টচার্চ বয়েস হাই স্কুল একাদশে একসঙ্গে খেলেছিলেন অ্যান্ডারসন ও ট্রিস্ট। ১৯৭২ সালে মেলবোর্ন ক্রিকেট মাঠে ভিক্টোরিয়ার বিপক্ষে নিউ জিল্যান্ডের হয়ে সীমিত ওভারের ম্যাচে খেলেছিলেন এই দুইজন।
ট্রিস্ট আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি। ১৯৭৬ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় অ্যান্ডারসনের। আন্তর্জাতিক আঙিনায় নিজের প্রথম ম্যাচে ৬ নম্বরে নেমে দুই ইনিংসে ১৪ ও ৯২ রান করেন স্ট্রাইলিশ এই ব্যাটসম্যান। ওই ৯২ রান তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ। ম্যাচটি ৬ উইকেটে জেতে পাকিস্তান।
১৯৭৮ সালে ওয়েলিংটনে ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের কীর্তি গড়ে কিউইরা। অবিস্মরণীয় ওই জয়ের অংশ ছিলেন অ্যান্ডারসন। বেসিন রিজার্ভে ৭২ রানের ওই জয়ের ম্যাচে ওপেন করতে নেমে দুই ইনিংসে ২৮ ও ২৬ রান করেন তিনি।
ওই বছরের অগাস্টে লর্ডসে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেন অ্যান্ডারসন। সব মিলিয়ে ৯ টেস্টে তিন ফিফটিতে ৪২৩ রান করেন তিনি। জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডেও খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
১১১টি প্রথম শ্রেণির ম্যাচে পাঁচ হাজার ৬০৯ রান করেন অ্যান্ডারসন ৩০.৬৫ গড়ে। তার নামের পাশে ৮ সেঞ্চুরির সঙ্গে ফিফটি ২৮টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২১ ম্যাচ খেলে এক ফিফটিতে ৪২৩ রান করেন তিনি।