বোর্ডার-গাভাস্কার ট্রফি
Published : 16 Nov 2024, 11:44 PM
চোট কাটিয়ে প্রায় এক বছর পর মাঠে ফেরার উপলক্ষ দারুণ পারফরম্যান্সে রাঙিয়েছেন মোহাম্মদ শামি। ম্যাচে সাত উইকেট নিয়ে ও ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলে দলের জয়ে রেখেছেন বড় অবদান। বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য অভিজ্ঞ এই পেসারকে দ্রুত অস্ট্রেলিয়ায় পাঠানো উচিত বলে মনে করছেন ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি।
বাংলার হয়ে রাঞ্জি ট্রফির এই ম্যাচ দিয়ে ৩৬০ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন শামি। ইন্দোরে মধ্য প্রদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ১৯ ওভারে ৫৪ রানে তিনি নেন ৪ উইকেট।
দলের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ২টি করে চার ও ছক্কায় খেলেন ৩৬ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। পরে বল হাতে দ্বিতীয় ইনিংসে ২৪.২ ওভারে ১০২ রানে নেন ৩ উইকেট।
ম্যাচের শেষ দিন শনিবার কুমার কার্তিকেয়াকে ফিরিয়ে মধ্য প্রদেশের ইনিংস গুটিয়ে দিয়ে বাংলার ১১ রানের রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন তিনিই।
গত বছরের ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর এই ম্যাচের আগে কোনো ধরনের ক্রিকেটেই খেলতে পারেননি শামি। অ্যাঙ্কেলের চোটের কারণে অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসন চলে তার।
লম্বা সময় পর মাঠে ফিরেই আলো ঝলমলে পারফরম্যান্স উপহার দিলেন ৩৪ বছর বয়সী পেসার। রেভস্পোর্টজকে সৌরভ বললেন, দ্রুতই অস্ট্রেলিয়া সফরের দলে যুক্ত করা উচিত এই ক্রিকেটারকে।
“হ্যাঁ, আমি হলে তাকে অস্ট্রেলিয়ায় পাঠাতাম। তার সৈয়দ মুশতাক আলি ট্রফিতে (বিশ ওভারের প্রতিযোগিতা) খেলার দরকার নেই। পার্থ টেস্টে খেলতে না পারলেও তাকে অস্ট্রেলিয়ায় পাঠাতাম আমি। সে বোলিং চালিয়ে যাচ্ছে, তার ফ্লাইটে (বিমানে) থাকা উচিত, আজও বোলিং করেছে সে। অস্ট্রেলিয়ার পথে পরবর্তী ফ্লাইটে থাকা উচিত তার।”
অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজের প্রথমটি আগামী শুক্রবার শুরু হবে পার্থের অপ্টাস স্টেডিয়ামে।