Published : 08 May 2025, 12:26 AM
মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে এড স্মিথের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১ অক্টোবর দায়িত্ব নিয়ে ১২ মাস মেয়াদে কাজ করবেন সাবেক ইংলিশ ক্রিকেটার ও নির্বাচক।
১৭৮৭ সালে প্রতিষ্ঠিত ক্লাব এমসিসি বুধবার লর্ডসে বার্ষিক সাধারণ সভায় স্মিথের নাম ঘোষণা করেছে। বর্তমান প্রধান মারভিন কিংয়ের উত্তরসূরি হিসেবে যোগ দেবেন তিনি।
ক্রিকেটের আইনের অভিভাবক মেরিলিবোন ক্রিকেট ক্লাবের প্রধানের পদ বিশ্ব ক্রিকেটের সবচেয়ে সম্মানজনক পদগুলোর একটি।
মারভিন কিংয়ের আগের চার বছরে এই পদে ছিলেন মার্ক নিকোলাস (২০২৩), স্টিফেন ফ্রাই (২০২২), ক্লেয়ার কনর (২০২১) ও কুমার সাঙ্গাকারা (২০২০)। একবিংশ শতাব্দীতে এই চেয়ারে দায়িত্ব পালন করাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাইক গ্যাটিং, ডেরেক আন্ডারউড ও মাইক বেয়ারলি।