Published : 09 Mar 2025, 01:28 PM
একই শহর, একই মাঠ, বাড়তি সুবিধা, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দমালা সম্ভবত এসবই। ফাইনালের দুয়ারে এসেও থামছে না সেসব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমি-ফাইনালে দলগুলির ভ্রমণের পরিসংখ্যান তুলে ধরে ভারতীয় দলকে খোঁচা দিলেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার জুনাইদ খান।
সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন পাকিস্তান দলে ছিলেন জুনাইদ। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ আট উইকেট নিয়েছিলেন তিনি। ফাইনালে ৬ ওভারে ২০ রান দিয়ে নিয়েছিলেন রাভিন্দ্রা জাদেজার উইকেট।
দারুণ সম্ভাবনা নিয়ে ক্যারিয়ার শুরু করেও শেষ পর্যন্ত পূর্ণতা দিতে পারেননি জুনাইদ। ২২ টেস্ট, ৭৬ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টিতে শেষ হয়েছে তার ক্যারিয়ার। বয়স এখনও কেবল ৩৫। তবে স্বীকৃত ক্রিকেটে সবশেষ ম্যাচটি খেলেছেন সেই ২০২২ সালে।
এখন তিনি পাকিস্তানের নারী জাতীয় দলের সহকারী কোচ। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগের দিন তিনি তীর ছুড়লেন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের দিকে।
“চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচের মাঝে ভ্রমণের দূরত্ব-
নিউ জিল্যান্ড: ৭১৫০ কিলোমিটার
দক্ষিণ আফ্রিকা: ৩২৮৬ কিলোমিটার
ভারত: ০ কিলোমিটার
কিছু দল জেতে স্কিল দিয়ে, কোনো দল সূচি দিয়ে।”
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তুমুল চর্চিত প্রসঙ্গ এটি। গত ১৮ বছরের ধারাবাহিকতায় এবারও ভারতীয় দলকে পাকিস্তান সফরের অনুমতি দেয়নি ভারতের সরকার। নিজেদের সব ম্যাচ তারা খেলছে দুবাইয়ে। রোহিত শার্মার দলই টুর্নামেন্টের একমাত্র দল, যারা সব ম্যাচ খেলছে একই মাঠে। স্বাগতিক পকিস্তানকেও দুবাইয়ে যেতে হয়েছে ভারতের বিপক্ষে খেলতে।
ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে দুবাইয়ে গিয়েছিল নিউ জিল্যান্ডও। পরে সেমি-ফাইনাল খেলতে পাকিস্তানে ফিরেছে তারা। ফাইনালের জন্য আবার দুবাইয়ে যেতে হয়েছে কিউইদের।
ভারতের গ্রুপে ছিল না দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে তাদেরকে তাই অন্য দেশে ভ্রমণ করতে হয়নি। তবে সেমি-ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিয়ে অনিশ্চয়তার কারণে দুবাইয়ে গিয়ে অপেক্ষা করতে হয়েছে প্রোটিয়াদেরও। পরে ভারত সেমির প্রকিপক্ষ হিসেবে পায় অস্ট্রেলিয়াকে। প্রোটিয়ারা আবার ফিরে আসে পাকিস্তানে। ম্যাচ না খেলেই সেই ভ্রমণের ঝক্কিতে বিরক্ত হয়ে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটসম্যান ডেভিড মিলার সেমি-ফাইনালের পর বলেছিলেন, ফাইনালে ভারত নয়, নিউ জিল্যান্ডকে সমর্থন করবেন তিনি।