Published : 18 Oct 2018, 05:08 PM
গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর থেকে আমির ওয়ানডেতে নেন কেবল ৩ উইকেট। এই সংস্করণে সবশেষ পাঁচ ম্যাচে ছিলেন উইকেটশূন্য।
১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন ওয়াকাস মাকসুদ। পাকিস্তান ‘এ’ দলের হয়ে ভালো করার পুরস্কার পেয়েছেন ৩০ বছর বয়সী বাঁহাতি এই পেসার।
জিম্বাবুয়েতে খেলা ত্রিদেশীয় সিরিজের পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নওয়াজ ও হারিস সোহেল। ইমাদের সঙ্গে দলে ফিরেছেন বাবর আজম। সেই সিরিজে টি-টোয়েন্টি অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে আউট হওয়া শাহিবজাদা ফারহান টিকে গেছেন দলে। ফখর জামান ও মোহাম্মদ হাফিজের সঙ্গে দলে তিনি তৃতীয় ওপেনার।
আগামী বুধবার আবু ধাবিতে হবে প্রথম টি-টোয়েন্টি।
টি-টোয়েন্টির পাকিস্তান দল: ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শাহিবজাদা ফারহান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলি, হুসাইন তালাত, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ওয়াকাস মাকসুদ, ফাহিম আশরাফ।