ভারতীয় ক্রিকেট
Published : 06 May 2025, 10:18 PM
এমনিতেই এখন আর আইসিসি ও এসিসি টুর্নামেন্ট ছাড়া দেখা হয় না ভারত-পাকিস্তানের। এসব টুর্নামেন্টেও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলতে চান না গৌতাম গাম্ভির। পেহেলগামে জঙ্গি হামলার পর প্রতিবেশীদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখার পক্ষপাতী নন ভারতের প্রধান কোচ।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২৬ এপ্রিল জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিহত ও ডজনের বেশি আহত হন। যার বেশিরভাগই ছিলেন পর্যটক। এই ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে বিরাজ করছে তীব্র উত্তেজনা। যেকোনো সময় যুদ্ধে জড়াতে পারে দুই দেশ, এমন খবরও চউর হচ্ছে।
দুই দেশই গুরুত্বপূর্ণ কিছু চুক্তি স্থগিত করেছে। নিজ নিজ দেশে ভ্রমণকারী একে অপরের নাগরিকদের সব ধরনের ভিসাও বাতিল করেছে।
প্রথমে পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) নামে একটি সংগঠনের এই হামলার দায় স্বীকারের খবর গণমাধ্যমে আসে। পরে সংগঠনটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। তাদের দাবি, তাদের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছিল।
নৃশংস এই হামলার ঘটনায় পাকিস্তানকে দায় দিচ্ছে ভারত সরকার। কদিন আগে পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে বলেছিলেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।
‘এবিপি ইন্ডিয়া এট ২০৪৭ সামিট’-এ মঙ্গলবার অংশ নেন ভারতের সাবেক ওপেনার গাম্ভির। সেখানে ভারত-পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তরে, এক সময়ের সতীর্থের সুরেই তাল মেলান তিনি।
“এ বিষয়ে আমার ব্যক্তিগত মতামত হলো, (পাকিস্তানের বিপক্ষে খেলাকে) একেবারেই না বলা। যতক্ষণ না এই সব (সীমান্তপারের সন্ত্রাসবাদ) বন্ধ না হচ্ছে, ততক্ষণ ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো কিছু হওয়া উচিত নয়।”
রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে দ্বিপাক্ষিক সিরিজে এক যুগের বেশি সময় ধরে মুখোমুখি হয় না দল দুটি। পাকিস্তানে ১৭ বছর ধরে কোনো সফর করে না ভারতীয় দল। পাকিস্তান আয়োজিত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচও তারা খেলেছে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে, যেখানে শিরোপা জেতে রোহিত শার্মার দল।
সামনে পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট নিয়ে সব ধরনের সিদ্ধান্ত অবশ্য বিসিসিআই ও সরকারের ওপর ছেড়ে দিয়েছেন গাম্ভির।
“আমরা (পাকিস্তানের বিপক্ষে) খেলব কি খেলব না, এটা আসলে সরকারের সিদ্ধান্ত। আমি আগেও বলেছি, কোনো ক্রিকেট ম্যাচ বা বলিউড কিংবা অন্য কোনো ধরনের যোগাযোগ ভারতীয় সেনা ও ভারতীয় নাগরিকদের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়।”
“এটা আমার ওপর নির্ভর করছে না। আমরা তাদের বিপক্ষে খেলব কি খেলব না, এটা বিসিসিআই ও সরকারের সিদ্ধান্ত। তারা যে সিদ্ধান্ত নিবে, আমরা সেটাই মেনে নেব। এ বিষয়ে রাজনীতি করা উচিত নয়।”