আইসিসি র্যাঙ্কিং
Published : 13 May 2025, 04:30 PM
ত্রিদেশীয় সিরিজের সবশেষ দুই ম্যাচে স্মৃতি মান্ধানার দারুণ পারফরম্যান্সের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। মেয়েদের ওয়ানডে ব্যাটারদের তালিকায় এক ধাপ এগিয়েছেন ভারতের তারকা ওপেনার। ৬ বছরের বেশি সময় পর শীর্ষে ফেরার খুব কাছে আছেন তিনি।
মঙ্গলবার ঘোষিত মেয়েদের র্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদে ওয়ানডেতে ব্যাটারদের মধ্যে দুইয়ে উঠে এসেছেন মান্ধানা। চূড়ায় থাকা দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তিনি। দুইজনের রেটিং পয়েন্টের পার্থক্য কেবল ১১, উলভার্টের ৭৩৮ ও মান্ধানার ৭২৭।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে সবশেষ র্যাঙ্কিংয়ের চূড়ায় ছিলেন মান্ধানা। এরপর আর সিংহসনে ফিরতে পারেনি তিনি। গত অর্ধযুগে বেশিরভাগ সময়ই সেরা দশে ছিলেন বাঁহাতি এই ব্যাটার।
ত্রিদেশীয় সিরিজে গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫১ রানের ইনিংস খেলেন মান্ধানা। পরে রোববার ফাইনালে তাকে দেখা যায় সেরা চেহারায়। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারের একাদশ ওয়ানডে সেঞ্চুরিতে ১১৬ রান করেন তিনি। তার ১০১ বলের ইনিংসটি ছিল ২ ছক্কা ও ১৫ চারে সাজানো।
মেয়েদের ওয়ানডেতে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে আর কেবল দুইজনের। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেগ ল্যানিং (১৫টি) ও নিউ জিল্যান্ডের তারকা সুজি বেটসের (১৩টি)।
মান্ধানার ওই ইনিংসের সৌজন্যে লঙ্কানদের বিপক্ষে রেকর্ড ৩৪২ রান করে ভারত। পরে প্রতিপক্ষকে ২৪৫ রানে গুটিয়ে ৯৭ রানের জয় তুলে নেয় তারা। ঘরে তোলে ত্রিদেশীয় সিরিজের ট্রফি।
ওই ম্যাচে ৫১ রান করা শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু দুই ধাপ এগিয়ে আছেন সপ্তম স্থানে। ভারতের জেমিমাহ রদ্রিগেস (১৫তম) ৫ ধাপ ও দীপ্তি শার্মা (৩২তম) ১৩ ধাপ উন্নতি করেছেন।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম ২২ স্থানে নেই কোনো পরিবর্তন। আগের মতো সবার ওপরে ইংল্যান্ডের সোফো এক্লেস্টোন।
শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেট নেওয়া ভারতের স্নেহ রানা ৪ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৩৪তম স্থানে। অন্যদের অবনতিতে উন্নতি হয়েছে বাংলাদেশ মারুফা আক্তার (১ ধাপ এগিয়ে ৪৮তম) ও সুলতানা খাতুনের (৩ ধাপ এগিয়ে ৪৯তম)।
অলরাউন্ডারদের তালিকায় যথারীতি চূড়ায় অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।