টেস্ট চ্যাম্পিয়নশিপ
Published : 10 Jun 2025, 08:35 PM
টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংস শুরু করতে যাচ্ছেন মার্নাস লাবুশেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উসমান খাওয়াজার সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে তাকে। গুরুত্বপূর্ণ ম্যাচটির জন্য অভিজ্ঞ পেসার জশ হেইজেলউডকে একাদশে ফিরিয়েছে অস্ট্রেলিয়া।
লর্ডসে বুধবার শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল। সাদা পোশাকে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার লড়াইয়ের জন্য সাজানো একাদশ আগের দিন ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
কিছুদিন আগে ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশের ধারণা দেন দেশটির ব্যাটিং গ্রেট রিকি পন্টিং। হুবহু সেভাবেই একাদশ সাজাল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার সবশেষ তিনটি টেস্ট সিরিজে খাওয়াজার ওপেনিং সঙ্গী হিসেবে দেখা গেছে স্টিভেন স্মিথ, স্যাম কনস্টাস, ন্যাথান ম্যাকসুয়েনি ও হেডকে। এবার লাল বলে ছন্দের খোঁজে থাকা লাবুশেনকে সুযোগটি দিচ্ছে দলটি।
৫৭ টেস্টের ক্যারিয়ারে ৫০ ম্যাচেই তিন নম্বরে ব্যাটিং করেছেন লাবুশেন। তার ১১টি টেস্ট সেঞ্চুরির সবগুলোই এই পজিশনে। এবার ইনিংস শুরু করার চ্যালেঞ্জ একসময় টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা এই ক্রিকেটারের।
লাবুশেনের তিন নম্বরে খেলবেন ক্যামেরন গ্রিন। মিডল অর্ডারের স্তম্ভ স্টিভেন স্মিথ নামবেন চারে। ট্রাভিস হেডকে খেলানো হবে পাঁচে। একাদশে জায়গা ধরে রেখেছেন বাউ ওয়েবস্টার।
কিপার ব্যাটসম্যান হিসেবে অনুমিতভাবেই আছেন অ্যালেক্স কেয়ারি। অস্ট্রেলিয়া একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার ন্যাথান লায়ন। অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে অন্য দুই পেসার মিচেল স্টার্ক ও হেইজেলউড।
দুই বছরের আগের ফাইনালে চোট কারণে খেলতে পারেননি হেইজেলউড। এবারও তার খেলা নিয়ে জেগেছিল অনিশ্চয়তা। একাদশে জায়গা পেতে তার সঙ্গে লড়াইয়ে ছিলেন স্কট বোল্যান্ড। গত ডিসেম্বরে সবশেষ জাতীয় দলের প্রতিনিধিত্ব করা হেইজেলউডের ওপরই আস্থা রাখল অস্ট্রেলিয়া।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, বাউ ওয়েবস্টার, অ্যালেক্স কেয়ারি (কিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, জশ হেইজেলউড।