Published : 21 May 2025, 09:09 PM
প্রথম দুই ম্যাচে সৌম্য সরকারকে দেখা গেছে ডাগআউটে বসে থাকতে। তৃতীয় ম্যাচের একাদশেও দেখা গেল না তার নাম। টসের একটু পর বিসিবির জানাল, এক সপ্তাহ ধরেই পিঠের ব্যাথায় ভুগছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। ওই ম্যাচে সেঞ্চুরি করেন পারভেজ। তবে কুঁচকির সমস্যার কারণে সতর্কতা হিসেবে পরের ম্যাচে তাকে খেলানো হয়নি। তার বদলে একাদশে ফেরেন নাজমুল হোসেন শান্ত।
ফেরার ম্যাচে শান্ত যদিও তিনে ব্যাট করেন। তানজিদের সঙ্গে এবার ইনিংস শুরু করেন অধিনায়ক লিটন কুমার দাস। তবে সৌম্য দুই ম্যাচেই বাইরে থাকায় কৌতূহল জাগে বেশ।
যদিও গত ৩০টি টি-টোয়েন্টি ইনিংসে ফিফটি করতে পারেননি তিনি। তবে বাংলাদেশের আগের সিরিজে দুই ম্যাচ খেলে একটিতে ৩২ বলে ৪৩ রান করতে পেরেছিলেন।
তৃতীয় ম্যাচের একাদশ প্রকাশ হওয়ার পর অবশেষে সৌম্যকে নিয়ে কৌতূহল মেটাল বিসিবি। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানালেন ৩২ বছর বয়সী ব্যাটসম্যানের সুস্থ হতে সময় লাগবে আরও।
“গত সাত দিন ধরে সৌম্য সরকার পিঠের ব্যথায় ভুগছেন, বিশেষ করে ছড়িয়ে পড়েছে ডান পাশে। চলমান ব্যবস্থাপনা ও পুনবার্সনের পরও সে খুব ধীরে সেরে উঠছে। গত সপ্তাহ ধরে ব্যাপক পরিচর্যার পরও সিরিজের তৃতীয় ম্যাচে তাকে বিবেচনায় রাখা যাচ্ছে না। প্রতিযোগিতামূলক খেলায় ফেরার জন্য পুরোপুরি সেরে উঠতে আরও সময় লাগবে তার।”
পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ফিট হয়ে উঠতে কিছুটা সময় অবশ্য আছে সৌম্যর। আগামী বুধবার শুরু তিন ম্যাচের ওই সিরিজ।