চ্যাম্পিয়ন্স ট্রফি
Published : 09 Mar 2025, 01:07 AM
ভারতীয় দলে অভিজ্ঞ ক্রিকেটার কম নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাদের নিয়ে নিশ্চয় অনেক পরিকল্পনা থাকবে নিউ জিল্যান্ডের। তবে কিউইদের ভাবনার অনেকটা জুড়েই থাকবে ভারতের এই দলের সবচেয়ে অনভিজ্ঞ ক্রিকেটার- ভারুন চক্রবর্তি। পরিস্থিতিটাই যে এমন।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে স্পিনের জাদুতে নিউ জিল্যান্ডের ব্যাটিং নাড়িয়ে দিয়েছিলেন ভারুন। ফাইনালের আগে প্রতিপক্ষের রহস্য স্পিনারকে নিয়ে তাই ভীষণ সতর্ক কিউইরা। দলটির অধিনায়ক মিচেল স্যান্টনারের মতে, ভারুন ‘বিশ্ব মানের বোলার।’
এখন পর্যন্ত কেবল তিনটি ওয়ানডে খেলেছেন ভারুন। ১৮.১২ গড়ে উইকেট নিয়েছেন ৮টি। যার ৫টি নিউ জিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে, ১০ ওভারে ৪২ রান দিয়ে। দুবাইয়ে তার বোলিংয়ের সামনে পথ খুঁজে পাননি কিউই ব্যাটসম্যানরা।
পরে সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও দুর্দান্ত বোলিং করেন ভারুন। ওই ম্যাচে দুবাইয়ের উইকেটে আগের ম্যাচগুলোর মতো স্পিনারদের জন্য অতটা সুবিধা ছিল না, তারপরও ১০ ওভারে ৪৯ রান দিয়ে ২ উইকেট নেন ৩৩ বছর বয়সী স্পিনার। নিজের প্রথম ওভারেই বিদায় করেন বিপজ্জনক ট্রাভিস হেডকে।
দুবাইয়ে রোববার হবে ফাইনাল। আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এবার ভালো করবেন ব্যাটসম্যানরা, আশায় নিউ জিল্যান্ড অধিনায়ক স্যান্টনার।
“আমি মনে করি, ভারুনের বিপক্ষে ছেলেরা এবার ভালো করবে। নিঃসন্দেহে সে বিশ্বমানের বোলার। এখানে ও আইপিএলে তার রহস্যের কিছুটা দেখেছি। তবে আমাদের কয়েকজনের তার মুখোমুখি হওয়ার প্রথম অভিজ্ঞতা ছিল এটা। ওই ম্যাচ থেকে তারা শিখবে। যদি পিচ (আগের ম্যাচের মতো) একইরকম আচরণ করে, তাহলে তাদের অন্য তিন স্পিনারকে সামলানোও চ্যালেঞ্জিং হবে।”
ওই ম্যাচে ভারুনের আর্ম বলে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়েছিলেন স্যান্টনার। আলাদা করে ওই ডেলিভারির কথাও বললেন এই স্পিনিং অলরাউন্ডার।
“আমরা জানি যে, তার হুমকি এখন কী। সেই ১১৫ কিলোমিটার গতির আর্ম বলটি, যে বলে আমি আউট হয়েছিলাম। হ্যাঁ, আমরা জানি, তাকে সামলানো চ্যালেঞ্জিং হবে।”
ভারতের অন্য তিন স্পিনারও দুবাইয়ের স্পিন সহায়ক উইকেটে বেশ ভালো করেছেন। টুর্নামেন্টে ৫টি করে উইকেট নিয়েছেন আকসার প্যাটেল ও কুলদিপ ইয়াদাভ, ৪টি পেয়েছেন রাভিন্দ্রা জাদেজা।