আইপিএল
Published : 20 May 2025, 11:55 PM
বৃষ্টির কবলে পড়তে পারে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ে আগামী চার দিনের জন্য হলুদ সতর্কতা জারি করেছে।
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, মুম্বাই শহরে বজ্রপাত ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের জন্য একই পূর্বাভাস, তবে ভারতীয় সময় রাত ৮টা পর্যন্ত বৃষ্টি আসেনি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ততক্ষণে মুম্বাই দল তাদের অনুশীলন শেষ করে ফেলে।
তবে দিল্লির লোকেশ রাহুলের নেটে ব্যাটিং সেশন ব্যাহত হয় বৃষ্টির কারণে। সন্ধ্যার বেশিরভাগ সময় ওয়াংখেড়ে স্টেডিয়ামের ওপর কালো মেঘে ঢাকা ছিল। এরপর বাতাস বইতে শুরু করে এবং মুষলধারে বৃষ্টি হয়। মঙ্গলবার সন্ধ্যায় মুম্বাইয়ের শহরতলি এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা মুম্বাই ও দিল্লির ম্যাচ। দিল্লিতে খেলছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।
আগেই প্লে-অফের তিনটি দল নিশ্চিত হয়ে যাওয়ায় বাকি একটি জায়গার লড়াইয়ে আছে এখন মুম্বাই ও দিল্লি। আপাতত একটু সুবিধাজনক অবস্থানে আছে মুম্বাই। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে হার্দিক পান্ডিয়ার দল আছে পয়েন্ট তালিকার চার নম্বরে। পাঁচবারের চ্যাম্পিয়নদের নেট রান রেট ১.১৫৬। ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দিল্লি আছে পাঁচে। আকসার প্যাটেলের দলের নেট রান রেট ০.২৬০।
ওয়াংখেড়েতে আসছে ম্যাচ ভেসে গেলে দুই দলই পাবে এক পয়েন্ট করে। এরপর দুই দলই প্রাথমিক পর্বে তাদের শেষ ম্যাচ খেলবে পাঞ্জাব কিংসের বিপক্ষে। সেই দুটি ম্যাচ হবে জয়পুরে।
তবে বুধবার যদি খেলা হয় ও মুম্বাই জিতে যায়, তাহলে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলবে তারা। আর যদি দিল্লি জিতে যায়, তাহলে প্লে-অফের ফয়সালা হবে দুই দলের শেষ ম্যাচে।
গত ৬ মে ওয়াংখেড়েতে মুম্বাইয়ের সবশেষ ম্যাচেও বাগড়া দিয়েছিল বৃষ্টি। খেলা বন্ধ হয়েছিল কয়েক দফায়। গুজরাট টাইটান্সের কাছে ডাকওয়ার্থ লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে হেরেছিলেন হার্দিক, রোহিত শার্মারা।
ওয়াংখেড়ের ড্রেনেজ সিস্টেম মাঠে জলাবদ্ধতা প্রতিরোধ করে। কিন্তু আউটফিল্ড বালির হওয়ায় জলাবদ্ধতা ছাড়াই ভেজা থাকে। শুধু পিচ ও এর চার পাশের জন্য কাভার ব্যবহার করা হয়।
বৃষ্টির প্রভাবের কথা মাথায় রেখে মঙ্গলবার থেকে টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশনে পরিবর্তন এনেছে আয়োজকরা। আগে বৃষ্টির কারণে খেলা নির্ধারিত সময়ে শুরু না হলে, পুরো ২০ ওভারের ম্যাচের অপেক্ষার জন্য বাড়তি সময় ছিল এক ঘন্টা। প্রাথমিক পর্বের বাকি ম্যাচগুলোর জন্য সেটি বাড়িয়ে করা হয়েছে দুই ঘন্টা।
ওয়াংখেড়েতে এটিই হবে চলতি আইপিএলের শেষ ম্যাচ।