বাংলাদেশ-ভারত সিরিজ
Published : 04 Oct 2024, 11:06 PM
সাকিব আল হাসান না থাকা মানে একই সঙ্গে একজন ব্যাটসম্যান ও বোলার হারানো। টি-টোয়েন্টি থেকে এই অলরাউন্ডারের অবসরের পর প্রথমবার এই সংস্করণে খেলতে নামছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে একাদশ সাজাতে তাই ভাবতে হচ্ছে দলকে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আশা, সাকিবের জায়গায় দ্রুত নিজেকে মানিয়ে নেবেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
ভারতের বিপক্ষে কানপুরে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সাকিব ব্জানিয়ে দেন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বিদায় বলতে চান সাদা পোশাকের ক্রিকেটকেও।
সাকিব অবসর নেওয়ায় বিকল্প হিসেবে ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার মিরাজকে। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে গোয়ালিয়রে রোববার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
গোয়ালিয়রে শুক্রবার সংবাদ সম্মেলনে সাকিবের অভাব পূরণে মিরাজকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন শান্ত।
“সাকিব ভাইয়ের কথা বললে, এত দিন ধরে তিনি আমাদের দলের সঙ্গে ছিলেন, তার জায়গা পূরণ করতে স্বাভাবিকভাবেই কিছুটা সময় লাগবে। এটিকে বড় সমস্যা বলব না। তবে তাকে ছাড়া একাদশ সাজাতে কিছুটা অসুবিধা হবে। তিনি ব্যাটিং ও বোলিং, দুই দিক থেকেই ভালো কম্বিনেশন দিতেন। আমরা মিরাজকে নিয়ে এসেছি এবং আশা করি, সে ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেবে।”