আইসিসি র্যাঙ্কিং
Published : 21 May 2025, 02:46 PM
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিফটি করে, এই সংস্করণের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের ওপেনার। উন্নতি হয়েছে লিটন দাস, জাকের আলিরও।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করে আইসিসি। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের মধ্যে অগ্রগতি হয়েছে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও শরিফুল ইসলামের।
শারজাহতে গত শনিবার বাংলাদেশের ২৭ রানে জেতা প্রথম টি-টোয়েন্টিতে তেমন কিছু করতে পারেননি তানজিদ। একটি করে ছক্কা-চারে সেদিন ৯ বলে ১০ রান করে ফেরেন তিনি।
রোমাঞ্চকর লড়াইয়ে দলের ২ উইকেটে হেরে যাওয়া দ্বিতীয় ম্যাচে নিজেকে মেলে ধরেন বাঁহাতি ব্যাটসম্যান। আগ্রাসী ব্যাটিংয়ে খেলেন ৫৯ রানের ইনিংস। তার ৩৩ বলের ইনিংসটি সাজান ৩টি ছক্কা ও ৮টি চারে।
এই পারফরম্যান্সে টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের তালিকায় ২৯ ধাপ এগিয়ে সেরা একশতে ফিরেছেন তানজিদ। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের অবস্থান এখন ৯৮ নম্বরে।
প্রথম ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন পারভেজ হোসেন। ৯ ছক্কা ও ৫ চারে ৫৪ বলে ঠিক ১০০ রানের বিধ্বংসী ইনিংস খেলা বাঁহাতি ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে এখনও প্রথম একশ জনের মধ্যে ঢুকতে পারেননি।
দুই ম্যাচে যথাক্রমে ১৩ ও ১৮ রান করে ৬ ধাপ এগিয়েছেন জাকের আলি। এই কিপার-ব্যাটসম্যানের অবস্থান এখন ৮২ নম্বরে। ১১ ও ৪০ রান করা অধিনায়ক লিটন এক ধাপ এগিয়ে ৪৯তম স্থানে।
তাওহিদ হৃদয়েরও উন্নতি এক ধাপ। দুই ম্যাচে ২০ ও ৪৫ রান করা মিডল অর্ডার ব্যাটসম্যান আছেন ওয়েস্ট ইন্ডিজের শেই হোপের সঙ্গে যৌথভাবে ২৯ নম্বরে।
বাংলাদেশের বিপক্ষে আমিরাতের ঐতিহাসিক জয় তুলে নেওয়ার ম্যাচে ৫ ছক্কা ও ৯ চারে ৪২ বলে ৮২ রানের ইনিংস খেলেন মোহাম্মদ ওয়াসিম। আগের ম্যাচে তার ব্যাট থেকে আসে ২ ছক্কা ও ৭ চারে ৩৯ বলে ৫৪ রান। দুই ফিফটিতে আমিরাত অধিনায়ক ৮ ধাপ এগিয়ে এখন ১৯তম স্থানে।
দুই ম্যাচে যথাক্রমে ৪২ ও ১৯ রান করা আসিফ খান ১১ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে উঠে এসেছেন।
টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়া ট্রাভিস হেড। বোলারদের তালিকায় শীর্ষে নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি।
বাংলাদেশের বোলারদের মধ্যে এক ধাপ করে এগিয়েছেন মুস্তাফিজ, তানজিম ও শরিফুল। প্রথম ম্যাচে স্রেফ ১৭ রান দিয়ে ২ উইকেট নেওয়া মুস্তাফিজের অবস্থান এখন ২৫তম।
দুই ম্যাচে মোট ৩ উইকেট নিয়ে তানজিম আছেন ৪০ নম্বরে। আর দ্বিতীয় ম্যাচে ২ উইকেট নেওয়া শরিফুল এখন ৭৬তম স্থানে।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি চূড়ায় ভারতের হার্দিক পান্ডিয়া।