Published : 02 Jun 2025, 12:35 AM
ব্যাটিংয়ে প্রথম ম্যাচে চরম ব্যর্থতার পর বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ। কেসি কার্টির সেঞ্চুরিতে প্রতিপক্ষকে দিল তিনশ ছাড়ানো লক্ষ্য। শুরুর বিপর্যয়ের পর জো রুটের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে সহজেই সেই রান টপকে গেল ইংল্যান্ড। টানা দ্বিতীয় জয়ে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল ইংলিশরা।
কার্ডিফে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের জয় ৩ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজের ৩০৮ রান ৭ বল বাকি থাকতে পেরিয়ে যায় স্বাগতিকরা।
৮ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড। সবশেষ ২০১৭ সালে ৫ ম্যাচের সিরিজ ৪-০তে জিতেছিল তারা। ওই সিরিজে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়।
অপরাজিত ১৬৬ রান করে ইংলিশদের এই জয়ের নায়ক রুট। ১৩৯ বলের ক্যারিয়ার সেরা ইনিংসে ২১টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। জেডেন সিলসের করা ৪৯তম ওভারের পঞ্চম বল লং অন দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে জয় নিশ্চিত করেন ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান।
অসাধারণ ইনিংসটি খেলার পথে ওয়ানডেতে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহকের নতুন রেকর্ড গড়েছেন রুট। আগের রেকর্ডধারী সাবেক অধিনায়ক ওয়েন মর্গ্যানের ছয় হাজার ৯৫৭ রান ছাপিয়ে প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে সাত হাজার রানের ক্লাবে ঢুকেছেন তিনি।
১৭৯ ম্যাচের ১৬৮ ইনিংস খেলে ৪৯.১৩ গড়ে এই সংস্করণে রুটের রান এখন সাত হাজার ৮২, সেঞ্চুরি ১৮টি ও ফিফটি ৪২টি।
ম্যাচের প্রথমভাগে আলো ছড়ান কার্টি। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিতে ১৩ চারে ১০৫ বলে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি। চারটি করে ছক্কা-চারে ৬৬ বলে ৭৮ রান করেন ক্যারিবিয়ান অধিনায়ক শেই হোপ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই জুয়েল অ্যান্ড্রুকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। শুরুর সেই ধাক্কা কাটিয়ে ওঠে তারা ব্র্যান্ডন কিং ও কার্টির জুটিতে। তাদের যুগলবন্দিতে আসে ১৪১ বলে ১৪১ রান।
১০ চারে ৫৯ রান করা কিংকে ফিরিয়ে তাদের প্রতিরোধ ভাঙেন আদিল রাশিদ। এরপর হোপকে নিয়ে দলকে টানেন কার্টি। দারুণ ব্যাটিংয়ে তিন অঙ্কে পা রাখেন তিনি ১০২ বলে।
কার্টিকে স্টাম্পড করে ৫৮ রানের জুটি ভাঙেন উইল জ্যাকস। এক প্রান্তে দলের রানের চাকা সচল রাখেন হোপ। ৫২ বলে ফিফটি করেন তিনি।
শেষ দিকে ৫০ রানে ৬ উইকেট হারিয়ে ৪৭.৪ ওভারে অলআউট হয়ে যায় সফরকারীরা।
রান তাড়ায় শুরুতে ধাক্কা খায় ইংল্যান্ড। ২ রানে জেমি স্মিথ ও বেন ডাকেটকে হারায় তারা। দুই ওপেনারের কেউ রানের খাতা খুলতে পারেননি।
এরপর দলের হাল ধরেন রুট ও হ্যারি ব্রুক। তাদের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৭ চার ও এক ছক্কায় ৩৬ বলে ৪৭ রান করা ইংলিশ অধিনায়ককে ফিরিয়ে ৮৫ রানের জুটি ভাঙেন আলজারি জোসেফ।
এই পেসার নিজের পরের ওভারে শূন্য রানে বিদায় করেন জস বাটলারকে। আগের ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলা জ্যাকব বেথেলকে এদিন টিকতে দেননি রোস্টন চেইস।
উইল জ্যাকসকে নিয়ে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নেন রুট। ৯৮ বলে কাঙ্ক্ষিত সেঞ্চুরিতে পা রাখেন তিনি। ৪৯ রান করা জ্যাকসকে বিদায় করে ম্যাচের সবচেয়ে বড় ১৪৩ রানে জুটি ভাঙেন জোসেফ।
এক প্রান্তে নিজের মতো খেলে যান রুট। আগের সেরা ১৩৩ রান পেরিয়ে ১২৯ বলে ১৫০ স্পর্শ করেন অভিজ্ঞ ব্যাটসম্যান। তার ব্যাট থেকেই আসে ইংলিশদের জয়সূচক রান।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী মঙ্গলবার।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৪৭.৪ ওভারে ৩০৮ (কিং ৫৯, অ্যান্ড্রু ০, কার্টি ১০৩, হোপ ৭৮, হেটমায়ার ৪, গ্রেভস ২২, ফোর্ড ১, চেইস ০, মোটি ১৮, আলজারি ১০, সিলস ০*; সাকিব ৯.৪-০-৩৭-৩, কার্স ৯-১-৫৯-১, পটস ৯-০-৫৬-০, বেথেল ৬-০-৪৯-১, রাশিদ ১০-০-৬৩-৪, জ্যাকস ৪-০-৪২-১)
ইংল্যান্ড: ৪৮.৫ ওভারে ৩১২/৭ (স্মিথ ০, ডাকেট ০, রুট ১৬৬*, ব্রুক ৪৭, বাটলার ০, বেথেল ১৭, জ্যাকস ৪৯, কার্স ২, রাশিদ ১০; সিলস ৯.৫-১-৫৬-১, ফোর্ড ৯-০-৭৬-১, আলজারি ১০-১-৩১-৪, গ্রেভস ৯-০-৫৪-০, চেইস ৬-০-৪৪-১, মোটি ৫-০-৩৮-০)
ফল: ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে ইংল্যান্ড
ম্যান অব দা ম্যাচ: জো রুট