আইপিএল
Published : 07 May 2025, 10:55 PM
আইপিএল থেকে হ্যারি ব্রুকের সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর কেটে গেছে প্রায় দুই মাস। এতদিন পর ইংলিশ ব্যাটসম্যানের বদলি ক্রিকেটার দলে যোগ করেছে দিল্লি ক্যাপিটালস।
ব্রুকের জায়গায় সেদিকউল্লাহ আতালকে নেওয়ার কথা বুধবার জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আফগানিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যানকে ভিত্তিমূল্য ১ কোটি ২৫ লাখ রুপিতে দলে টেনেছে দিল্লি।
গত নভেম্বরে আইপিএলের মেগা নিলামে ব্রুককে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেয় দিল্লি। পরে মার্চের শুরুতে টুর্নামেন্টটি থেকে তার সরে দাঁড়ানোর কথা ভারতীয় বোর্ড বিসিসিআইকে জানিয়ে দেয় ইংল্যান্ডের বোর্ড। গত ২২ মার্চ শুরু হয় এবারের আসর।
এরপর লম্বা সময় কেটে গেলেও ব্রুকের বদলি হিসেবে কাউকে নেয়নি দিল্লি। টুর্নামেন্টের শেষ দিকে এসে সেদিকউল্লাহকে দলে টানল তারা।
আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত ৯ টি-টোয়েন্টি খেলে সেদিকউল্লাহ করতে পেরেছেন ৯৬ রান। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৯ ম্যাচ খেলে তার রান ১ হাজার ৫০৭। ফিফটি আছে ১৩টি, সর্বোচ্চ অপরাজিত ৯৫। বাঁহাতি এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১৩১.২৭, গড় ৩৪.২৫।
আইপিএলে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে দিল্লি। প্রাথমিক পর্বে তাদের ম্যাচ বাকি আর তিনটি- প্রতিপক্ষ পাঞ্জাব কিংস (বৃহস্পতিবার), গুজরাট টাইটান্স (রোববার) ও মুম্বাই ইন্ডিয়ান্স (আগামী ১৫ মে)।