Published : 22 Jan 2025, 04:52 PM
ছক্কার প্রতি অনুরাগ আর ছক্কা মারার বিশেষ সামর্থ্য, তানজিদ হাসানের ব্যাটিংয়ে ফুটে উঠে প্রতিনিয়তই। সেই ছক্কাপ্রীতি এবার তাকে নিয়ে গেল শীর্ষে। ছক্কার কীর্তিতে বাংলাদেশের সবাইকে ছাড়িয়ে গেলেন ঢাকা ক্যাপিটালসের ওপেনার।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তানজিদের। ছাড়িয়ে গেছেন তিনি তাওহিদ হৃদয়কে।
দেশি-বিদেশি মিলিয়েও এক আসরে তানজিদের চেয়ে বেশি ছক্কা কেবল একজনের। সেই একজনকে পেছনে ফেলা অবশ্য খুব কঠিন। ছক্কার রেকর্ডে গেইলকে পেছনে ফেলবেন কে!
তানজিদ যা করেছেন, সেটিও অবশ্য কম নয়। চট্টগ্রামে বুধবার চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশের সবার ওপরে উঠে যান তিনি।
তানজিদ ম্যাচটি শুরু করেছিলেন হৃদয়ের রেকর্ডের দুটি ছক্কা পেছনে থেকে। ঢাকার রান তাড়ায় তৃতীয় ওভারে সৈয়দ খালেদ আহমেদকে ছক্কা মেরে এক ধাপ এগিয়ে যান বাঁহাতি এই ব্যাটসম্যান, পরে শরিফুল ইসলামকে লং অন দিয়ে উড়িয়ে ছুঁয়ে ফেলেন হৃদয়কে।
রেকর্ডটি শুধুই নিজের করে নিতে একটুও সময় নেননি ২৪ বছর বয়সী ব্যাটসম্যান। শরিফুলের পরের বলেই প্রিয় পুল শটে দুর্দান্ত এক ছক্কায় পৌঁছে যান শীর্ষে।
এরপর শুরু হয় তার রেকর্ড সমৃদ্ধ করার পালা। বাঁহাতি স্পিনার আরাফাত সানির দুই ওভারে দুটি ছক্কায় ফিফটিতে পা রাখেন ২৮ বলে।
একটু বিরতি দিয়ে পরে পাকিস্তানি হুসাইন তালাতকে ছক্কা মেরে ম্যাচে আধ ডজন ছক্কা পূরণ হয় তার। ম্যাচের শেষ দিকে আরেকটি ছক্কায় ওড়ান তিনি খালেদকে। ১৪৯ রান তাড়ায় তিনি অপরাজিত থাকেন ৭ ছক্কায় ৫৪ বলে ৯০ রান করে।
এবারের আসরে ১০ ম্যাচে তানজিদের ছক্কা হয়ে গেল ২৯টি।
গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ১৪ ম্যাচে ২৪টি ছক্কা মেরেছিলেন হৃদয়। এক বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার কীর্তি ছিল সেটিই।
হৃদয়ের আগে রেকর্ডটি ছিল তামিম ইকবালের। ২০১৯ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৪ ম্যাচে ২৩ ছক্কা এসেছিল তার ব্যাট থেকে।
এক বিপিএলে ছক্কার রেকর্ডটি সবার ধরাছোঁয়ার অনেক বাইরে নিয়ে গেছেন ক্রিস গেইল। ২০১৭ আসরে ১১ ম্যাচে ৪৭টি ছক্কা মেরেছিলেন ‘ইউনিভার্স বস।’
চলতি বিপিএলের প্রাথমিক পর্বে আর দুটি ম্যাচ বাকি আছে তানজিদের। এই দুই ম্যাচে ২০ ছক্কা মেরে গেইলকে পেছনে ফেলা খুবই কঠিন। তবে ঢাকা ক্যাপিটালস যদি নাটকীয়ভাবে প্লে অফে খেলে ফেলে, তাহলে আরেকটু বেশি সুযোগ তিনি পাবেন। সেটি হতে পারে এক ম্যাচ থেকে সর্বোচ্চ তিন ম্যাচ পর্যন্ত।
এবারের ২৯ ছক্কায় ছক্কার তালিকায় নিজেকে দুইয়ে তুলে এনেছেন তানজিদ। ২০১৯ আসরে সিলে সিক্সার্সের হয়ে ১১ ম্যাচে ২৮ ছক্কা মেরেছিলেন নিকোলাস পুরান, একই আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে আন্দ্রে রাসেলের ব্যাট থেকে এসেছিল ২৮ ছক্কা।
বিপিএলের প্রথম আসরে গেইল যা দেখিয়েছিলেন, তেমন কিছুর নজির অবশ্য আর নেই। ২০১২ সালে স্রেফ ৫ ম্যাচ খেলেই ২৬টি ছক্কা মেরেছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটে রাজা।