Published : 18 Oct 2023, 04:25 PM
ভারত-বাংলাদেশ লড়াইয়ের আগে একটি ভিডিও প্রকাশ করেছে স্টার স্পোর্টস। সেখানে সাকিব আল হাসান বলছেন, “তাকে ৫ বার আউট করতে পেরে আমি ভাগ্যবান। আরেকবার তার উইকেট পেলে অবশ্যই খুব ভালো লাগবে।” যে ব্যাটসম্যানকে নিয়ে কথা হচ্ছে, তার নাম ভিরাট কোহলি। একই ভিডিওতে ভারতীয় ব্যাটিং গ্রেট নিজেও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাংলাদেশের কিংবদন্তির।
তবে প্রশংসা মানেই তো আর আত্মসমপর্ণ নয়। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের বোলিং কোচ পারাস মামব্রেও মন খুলে স্তুতি গাইলেন সাকিবের। পাশাপাশি এটিও জানিয়ে রাখলেন, সাকিবকে নিয়ে আলাদা করে ভাবনা নেই তাদের। বিশেষ কোনো আলোচনাও হয়নি বাঁহাতি স্পিন সামলানো নিয়ে।
পুনেতে বুধবার ভারতীয় দলের সংবাদ সম্মেলনে বাঁহাতি স্পিনের প্রসঙ্গেই মূলত উঠে আসে সাকিবের নাম। বছরের পর বছর ধরেই মানসম্পন্ন বাঁহাতি স্পিনারদের সামনে নানা সময়ে অস্বস্তিতে পড়তে দেখা গেছে ভারতীয় ব্যাটসম্যানদের, কখনও কখনও ভুগতে ও ধুঁকতেও হয়েছে বেশ। সাকিব যেমন ১৪ ওয়ানডেতে ৫ বার আউট করেছেন কোহলিকে।
ওয়ানডেতে কোহলি সবচেয়ে বেশি ৬ বার আউট হয়েছেন রাভি রামপল ও টিম সাউদির বলে। এরপরই শিকারির তালিকায় যৌথভাবে আছেন সাকিবের সঙ্গে থিসারা পেরেরা, অ্যাডাম জ্যাম্পা ও জশ হেইজেলউড।
ভারতের বিপক্ষে ২২ ওয়ানডে খেলে সাকিবের উইকেট ২৯টি। এই সংস্করণে ভারতের বিপক্ষে বাঁহাতি স্পিনে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল সনাৎ জয়াসুরিয়ার। তবে লঙ্কান গ্রেটের ৪৪ উইকেট এসেছে ৮৯ ম্যাচ খেলে।
তিন সংস্করণ মিলিয়ে বাঁহাতি স্পিনে ভারতে বিপক্ষে পঞ্চাশোর্ধ্ব উইকেট শিকারি চার বোলারের একজন সাকিব।
বাঁহাতি স্পিন এবারও ভারতের জন্য চ্যালেঞ্জ হবে কি না, এই প্রশ্ন ছুটে গেল মামব্রের দিকে। ভারতের বোলিং কোচ বললেন, এটা নিয়ে তাদের দলের মধ্যে কথাই হয়নি কোনো।
“ব্যাটসম্যান হিসেবে খেললে কখনও না কখনও কোনো বোলারের সামনে ভুল করতেই হবে। কিছু ম্যাচ আপ-এর ব্যাপারও থাকে, কার বিপক্ষে কে ভালো বা খারাপ, বিশেষ করে বোলারদের ক্ষেত্রে। তবে সত্যি বলতে, আমাদের এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি।”
বাঁহাতি স্পিন বলতে সবার আগে সাকিবের নামই উঠে আসে। বাংলাদেশের স্কোয়াডে যদিও নাসুম আহমেদও আছেন। তবে তিনি একাদশে নিয়মিতই নন। সাকিব যদি চোট কাটিয়ে শেষ পর্যন্ত খেলতে পারেন, ভারতের সামনে মূল বাধা হতে পারেন তিনিই।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডারকে প্রাপ্য কৃতিত্বটুকু অকৃপণভাবেই দিলেন মামব্রে। তবে বাংলাদেশের অধিনায়ককে নিয়ে বিশেষ কোনো ভাবনা তাদের নেই, সেটিও জানিয়ে দিলেন স্পষ্ট করে।
“আমরা জানি, সে ভালো ক্রিকেটার। বাংলাদেশের হয়ে সে ভালো করেছে, সে চ্যাম্পিয়ন ক্রিকেটার। সে খুবই কার্যকর, দলের জন্য ব্যাট করে, ভালো বোলিং করে। পাওয়ার প্লেতে বোলিং করে। সে মানসম্পন্ন বোলার। তাকে সেই প্রাপ্যটুকু দিতেই হবে।”
“তবে আমাদের জন্য আসলে ‘ইট ডাজন্ট ম্যাটার।’ আমাদের জন্য ব্যাপারটা হলো, ওই দিনটিতে আমাদের প্রস্তুতির দিক থেকে ও প্রয়োগের দিক আমরা কেমন করছি। আমাদের তো ম্যাচ পরিকল্পনা আছে। আমরা যদি আমাদের পরিকল্পনার সর্বোচ্চ বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো করবই। আমাদের মনোযোগ সেদিকেই, নিজেদের পরিকল্পনার বাস্তবায়ন করা। আর কিছু নয়। ”