দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা সিরিজ
Published : 28 Nov 2024, 07:32 PM
উড়িয়ে মারার চেষ্টায় বল আকাশে তুলে দিলেন শেষ ব্যাটসম্যান আসিথা ফার্নান্দো। অনায়াসে বল মুঠোয় জমালেন বোলার মার্কো ইয়ানসেন নিজেই। ইনিংসে সাত উইকেট হয়ে গেল তার স্রেফ সাত ওভার বোলিং করেই! দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডারের নাম উঠে গেল সুদীর্ঘ টেস্ট ইতিহাসের এমন এক পাতায়, যেখানে এতদিন ছিলেন কেবল একজন।
ডাববান টেস্টের দ্বিতীয় দিন শ্রীলঙ্কাকে ৪২ রানে গুটিয়ে দিতে ইয়ানসেন ৭ উইকেট নেন ৬.৫ ওভারে, অর্থাৎ ৪১ বলে।
টেস্টে এক ইনিংসে তার চেয়ে কম বল করে ৭ উইকেট নিতে পারেননি আর কেউ। তার সমান ৪১ বলে ৭ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার হিউ ট্রাম্বল, মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ১৯০৪ সালে।
তবে ট্রাম্বল ছিলেন অফ স্পিনার। এক্ষেত্রে প্রথম পেসার তাই ইয়ানসেন।
২০১৫ সালের অ্যাশেজে ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪২ বলে ৭ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। ওই ইনিংসে সব মিলিয়ে ৯.৩ ওভারে তার শিকার ছিল ৮ উইকেট।
টেস্ট ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে পাঁচটির বেশি উইকেট পেলেন ইয়ানসেন। তার ১৩ রানে ৭ উইকেট দেশের মাঠে টেস্টে দক্ষিণ আফ্রিকার কোনো পেসারের তৃতীয় সেরা বোলিং, এই শতাব্দীতে সেরা।
শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সেরা বোলিং এটি। ২০১৮ সালে কলম্বোয় ১২৯ রানে ৯ উইকেট নিয়েছিলেন স্পিনার কেশভ মহারাজ।
কিংসমিডের পেস সহায়ক উইকেটে ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারে পাথুম নিসাঙ্কাকে স্লিপের ক্যাচ বানিয়ে শিকার ধরা শুরু করেন ইয়ানসেন। পরের ওভারে দারুণ এক ডেলিভারিতে দিনেশ চান্দিমালকে বোল্ড করে দেন তিনি।
অ্যাঞ্জেলো ম্যাথিউসকে বাড়তি বাউন্সে ফিরিয়ে উইকেটের দেখা পান তিনি টানা তৃতীয় ওভারে।
টানা স্পেলে পরের ওভারে পাননি কোনো উইকেট। এর পরের দুই ওভারে দুটি করে শিকার ধরে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন ২৪ বছর এই ক্রিকেটার।
শ্রীলঙ্কার ১০ উইকেটই নেন প্রোটিয়া পেসাররা। ইয়ানসেনের ৭টি ছাড়া ২টি উইকেট নেন জেরল্ড কুটসিয়া, একটি কাগিসো রাবাদা।